shono
Advertisement
Weekly Horoscope

২-৮ নভেম্বর ২০২৫ Horoscope: বিপুল আয় কর্কট রাশির, বাকিদের জন্য সপ্তাহটা কেমন?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 10:39 AM Nov 02, 2025Updated: 11:58 AM Nov 02, 2025

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, কন‌্যায় শুক্র, তুলায় রবি, বৃশ্চিকে মঙ্গল ও বুধ, কুম্ভে রাহু ও চন্দ্র ও মীনে বক্রী শনি। ২য় নভেম্বর দুপুর ১.১৬ মিঃ শুক্র তুলায় গমন করবে। লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। বয়ঃসন্ধির সন্তানদের হাতে অতিরিক্ত অর্থ দেবেন না। অতিরিক্ত কাজের চাপে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ দেখা দিতে পারে। উচ্চশিক্ষার জন‌্য বিদেশ যাত্রার যোগ। নতুন গৃহনির্মাণের যোগ। ব‌্যক্তিগত জীবনে অন‌্যদের হস্তক্ষেপ মেনে নেবেন না। ব‌্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। সম্পত্তি রক্ষার ব‌্যাপারে ভাইবোনদের সঙ্গে অালাপ-অালোচনা সেরে নিন। পশুপালন ও মৎস‌্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। পৈত্রিক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। পিতা-মাতার থেকে দূরে থাকলেও তঁাদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।

বৃষ

সপ্তাহের শুরুতে আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভালো হবে। ব‌্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব‌্যবসায় শ্রীবৃদ্ধি। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। উচ্চ-রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। ব‌্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব‌্যবসায় শ্রীবৃদ্ধি। এই সপ্তাহে বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন। জলবায়ু পরিবর্তনের জন‌্য জ্বর বা সর্দি-কাশিতে কষ্ট পেতে পারেন। বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পেতে পারেন।

মিথুন

সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। ব‌্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতির যোগ। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় সমাজের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। বন্ধুবান্ধবের প্ররোচনায় আপনি কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সরকারি সাহাযে‌্য সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহাযে‌্য উন্নতি ও অর্থাগম। সন্তানদের পড়াশোনায় সার্বিক সাফলে‌্যর জন‌্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। সপ্তাহের মধ‌্যভাগে জাতকের নিজের শরীর খুব একটা ভালো যাবে না। বিনোদন জগতে কর্মরত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ।

কর্কট

গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই সপ্তাহে আয় খুব ভালো হবে। ব‌্যবসায়ীদের এই সময় কিছু সমস‌্যা থাকলেও আগামিদিনে ব‌্যবসায় উন্নতি লক্ষ‌্য করতে পারবেন। নববিবাহিতদের দাম্পত‌্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। ব‌্যয় কম হওয়ার ফলে ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ে মন দেওয়া উচিত। বিভিন্ন সূত্র থেকে এই সময় হাতে অর্থ আসবে। গুরুজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। সপ্তাহের শেষের দিকে স্ত্রীর বাপের বাড়ির সম্পত্তির অধিকার নিয়ে আইনি জটিলতা। কোনও বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। মানুষের সেবায় শান্তি লাভ।

সিংহ

কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। লিভারের সমস‌্যা বাড়তে পারে। চাকরিক্ষেত্রে বিভিন্ন সমস‌্যার সম্মুখীন হতে হবে। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। এই সময় অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না। সুস্থ থাকার জন‌্য ক্রোধ ও উত্তেজনা প্রশমন করুন। বয়স্ক জাতক-জাতিকারা নিজের স্বাস্থে‌্যর দিকে নজর দিন। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা দেখা দিতে পারে। সব সময়, অনে‌্যর উপরে নিজের মতামত চাপিয়ে দেবেন না। সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভ। লটারি বা শেয়ারে অল্পকিছু বিনিয়োগ করতে পারেন। পুরনো অসুখকে উপেক্ষা করবেন না।

কন্যা

বর্তমান সময়ে পারিবারিক অশান্তির জন‌্য দুশ্চিন্তা বৃদ্ধি। সন্তানের দিক থেকে সুসংবাদ পেতে পারেন। ভাই-বোনদের সঙ্গে অাপনি সম্পর্ক রাখলেও তঁাদের ব‌্যবহারে মানসিক ক্লেশ। নতুন কোনও ব‌্যবসায়িক পরিকল্পনা সাফল‌্য পেতে পারে। নিকট আত্মীয়-স্বজনের প্ররোচনায় বাবা-মায়ের সঙ্গে বিরোধ বাধতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগের আগে বাজার সম্বন্ধে সম‌্যক ধারণা থাকা প্রয়োজন। এই সময় সঞ্চিত অর্থ ব‌্যয় হওয়ার সম্ভাবনা। ব‌্যবসায়ীদের এই সময় পাওনা টাকা আদায় হতে পারে। হঠাৎ জাতকের মানসিক অবসাদের জন‌্য কর্মক্ষেত্রে অশান্তি। অন‌্যকে সাহায‌্য করতে গিয়ে বদনাম কুড়াতে পারেন।

তুলা

বর্তমান সময়ে পারিবারিক অশান্তির জন‌্য দুশ্চিন্তা বৃদ্ধি। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন‌্য হতে পারে। ভাইবোনদের সঙ্গে আপনি সম্পর্ক রাখলেও তাদের ব‌্যবহারে মানসিক ক্লেশ। গুরুজনের হঠাৎ অসুস্থতার জন‌্য উদ্বেগ বৃদ্ধি। নতুন কোনও ব‌্যবসায়িক পরিকল্পনা সাফল‌্য পেতে পারে। সংসারে সুখ-শান্তি বজায় থাকলেও স্ত্রীর অন‌্যায় আবদার মেনে নেবেন না। বয়স্করা বাতজ বেদনায় কষ্ট পেতে পারেন। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে। সন্তানের ব‌্যবহারে আপনার মানসিক কষ্ট হতে পারে। শ্বশুরকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে।

বৃশ্চিক

সপ্তাহের শুরুতে অত‌্যধিক বিলাসিতা ও অমিতব‌্যয়িতার ফলে অর্থকষ্টে পড়তে পারেন। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে সবদিক বিবেচনা করে তবেই বিবাহের দিকে এগোবেন। স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালিনে‌্য তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। কতিপয় ব‌্যবসায়ীর শুল্ক-সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে সুযোগ আসতে পারে। বিনোদন জগতে কর্মরত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। অভিনয়ের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তঁাদের সাফল‌্য ধরে রাখতে পারবেন। বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। কন‌্যাসন্তানের বিবাহ ঠিক করার আগে ভালো করে খেঁাজখবর নিয়ে নেবেন।

ধনু

নিজের ব‌্যবসা শুরু করার জন‌্য আদর্শ সময়। আপনার মধুর ব‌্যবহারে নিজ এলাকায় আপনি প্রতিবেশীদের কাছ থেকে সম্মান পাবেন। খুচরো ও পাইকারি বিক্রেতারা বাড়তি মুনাফার জন‌্য ব‌্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। ব‌্যবসায়ীরা মানসিক শান্তির জন‌্য ঋণ-পরিশোধ করার চেষ্টা করুন। পরিবারের অন‌্যায় আবদার সব সময় মেনে নেবেন না। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের জন‌্য শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। টাকাপয়সার ব‌্যাপারে সতর্ক থাকুন। সন্তানের কর্মক্ষেত্রে পদোন্নতি হলে দূরে বদলির যোগ লক্ষ‌্য করা যায়। কোনও মূল‌্যবান সামগ্রী কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। বয়স্ক বাবা-মায়ের একাকীত্বের জন‌্য কিছুটা সময় তঁাদের সঙ্গে কাটানোর চেষ্টা করুন।

মকর

আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। আপনার সন্তান উচ্চশিক্ষার সাফলে‌্যর জন‌্য আপনার মুখ উজ্জ্বল করবে। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ আসবে। এই সময় ব‌্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। পিতা-মাতার শরীর খুব একটা ভালো যাবে না। বয়স্ক জাতক-জাতিকারা সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন।

কুম্ভ

পেশাগত ক্ষেত্রে এই রাশির জাতক-জাতিকাদের উন্নতি লক্ষ‌ করা যায়। সন্তানের খেলাধুলার উন্নতিতে বাধা সৃষ্টি করবেন না। চল্লিশোর্ধ্ব জাতক-জাতিকার ঋতু পরিবর্তনের সময় সাবধানে থাকবেন। কর্মস্থানে গন্ডগোলের জন‌্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। কতিপয় জাতক-জাতিকার দ্বিমুখী উপায়ে রোজগার হতে পারে। ব‌্যবসায় এখনই বাড়তি বিনিয়োগ করতে যাবেন। উচ্চশিক্ষায় সাফলে‌্যর সম্ভাবনা। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করুন। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। নতুন গৃহনির্মাণের জন‌্য ব‌্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ-মঞ্জুর হতে পারে।

মীন

সপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ। গাড়ি চালকেরা অতি সাবধানে গাড়ি চালান। এই সময় নানারকম গৃহসমস‌্যা থেকে মুক্তি পাবেন। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্য‌াশা কারও উপর করবেন না। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগ বিদ‌্যমান। সন্তানের রূঢ় ব‌্যবহারে পরিবারে অশান্তি। ব‌্যবসায়ীরা প্রতিবেশী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। এই রাশির জাতক-জাতিকারা শরীরের নিম্নভাগে ব‌্যথা-বেদনায় কষ্ট পেতে পারেন। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা সাফলে‌্যর মুখ দেখতে পারেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement