shono
Advertisement

Breaking News

Weekly Horoscope

২৩-২৯ নভেম্বর ২০২৫ Horoscope: মনের কোনও ইচ্ছা পূরণ হবে বৃষ রাশির, বাকিদের ভাগ্যে কী?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 11:07 AM Nov 23, 2025Updated: 02:24 PM Nov 23, 2025

অালোচ‌্য সপ্তাহের প্রারম্ভে কর্কটে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, তূলায় শুক্র, বৃশ্চিকে রবি, মঙ্গল এবং বক্রী বুধ, ধনুতে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ২৩ নভেম্বর সকাল ৮.০৭ মিঃ বুধ তুলায় প্রবেশ করবে। ২৬ নভেম্বর সকাল ১১.২২ মিঃ শুক্র বৃশ্চিকে প্রবেশ করবে। ২৮ নভে সকাল ৯.২০ মিঃ শনি মার্গী হবে। ২৯ নভে. রাত্রি ১১.২৪ মিঃ বুধ বক্র ত‌্যাগ করবে। লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। কর্মপ্রার্থীরা এই সময় নতুন চাকরির সন্ধান পেতে পারেন। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য অারও উদ‌্যমী হতে হবে। অন‌াবশ‌্যক ব‌্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। নতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। সন্তানের অন‌্যায় আবদার সব সময় মেনে নেবেন না। সপ্তাহের মধ‌্যভাগে শ্বশুরকুল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ। বন্ধুর সাহাযে‌্য কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ায় মানসিক শান্তি। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। গরিব মানুষের জন‌্য সাহাযে‌্যর হাত বাড়িয়ে দিন।

বৃষ

এই সপ্তাহে আপনার মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামী দিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শারীরিক সমস‌্যার জন‌্য কাজের ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতায় উন্নতির যোগ। ভালো কোনও যোগাযোগে সন্তানের উন্নতি। দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কাজের পরিবেশে নতুনত্ব এনে প্রশংসা পেতে পারেন। নিজ প্রচেষ্টায় নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করুন। ছাত্র-ছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য আর্থিক সংস্থা থেকে ঋণ নিতে পারেন।

মিথুন

আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে প্রতিপত্তি বাড়লে আর্থিক সুরাহার আশা কম। সন্তানের পরীক্ষার সাফলে‌্যর জন‌্য দুশ্চিন্তা কেটে যাবে। পাহাড়ে ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করুন। হস্তশিল্পীরা তঁাদের শিল্প-সত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের বন্ধুভাগ‌্য ভালো বলেই দেখা যাচ্ছে। ঘরে-বাইরে গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। পারিবারিক ব‌্যবসায় উন্নতির যোগ।

কর্কট

জাতক-জাতিকারা আধ‌্যাত্মিক চেতনাকে কাজে লাগান। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে আইনজ্ঞের পরামর্শ নেবেন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। আগুন ও বিদু‌্যৎ থেকে সাবধান। আপনার কন‌্যাসন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস‌্যা দেখা দিতে পারে। স্ত্রীর অত‌্যধিক বিলাসিতার জন‌্য আর্থিক টানাটানি হতে পারে। ক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। বেহিসাবি খরচের জন‌্য সংসারে অশান্তি বাঁধতে পারে। রাজনীতিবিদরা সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে নিজের নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন।

সিংহ

গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির জাতক-জাতিকাদের ধনভাব শুভ। শেয়ার বা ফাটকায় আয়বৃদ্ধির সম্ভাবনা। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। জমিজমা ক্রয়-বিক্রয়ের মাধ‌্যমে হাতে বাড়তি অর্থ আসতে পারে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব‌্যবসায়িক উন্নতি লক্ষ‌্য করা যায়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল‌্য। সৃজনশীল কাজে উন্নতি। ব‌্যবসায়ীদের নতুন ব‌্যবসা শুরু করার জন‌্য সময়টি শুভ। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ধীরে ধীরে সময় ভালোর দিকে যাবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা। দুর্জন ব‌্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সন্তানভাব শুভ।

কন্যা

সপ্তাহের প্রারম্ভে ভবিষ‌্যতের জন‌্য অর্থ সঞ্চয়ে মন দিন। সপ্তাহের মধ‌্যভাগে খেলাধুলায় উন্নতি। ব‌্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক চাপে থাকতে হতে পারে। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ধীরে ধীরে সময় ভালোর দিকে যাবে। গুরুজনদের চিকিৎসা বিভ্রাটে হয়রানি ও অর্থব‌্যয়। পৈত্রিক সম্পত্তি নিয়ে টানাপোড়েন থাকবে। আমদানি-রফতানি ব‌্যবসায় বাড়তি মুনাফা আসার যোগ। বাইরের কোনও ব‌্যক্তিকে নিয়ে পরিবারে অশান্তি। গাড়ি চালানোর সময় অত‌্যন্ত সাবধান হওয়া দরকার। অর্থ আদান-প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ। অসৎ বন্ধুর সান্নিধ‌্য ত‌্যাগ করা উচিত।

তুলা

বেহিসাবি খরচের জন‌্য সংসারে অশান্তি। ব‌্যবসা বৃদ্ধির পরিকল্পনা ব‌্যবসায়ীরা করতে পারেন। সামাজিক কাজের জন‌্য সম্মান বাড়তে পারে। কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে। তবে এ বিষয়ে বিচলিত হবেন না। শিল্পকর্মের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। বন্ধুবান্ধবের সঙ্গে অংশীদারি ব‌্যবসায় অর্থ বিনিয়োগ করবেন না। কাজের চাপ বেশি থাকলেও আয় উপার্জন ভালোই হবে। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। ছেলেমেয়েদের স্বাস্থ‌্য নিয়ে উদ্বেগ থাকবে। শেয়ার বা ফাটকায় অায়বৃদ্ধির সম্ভাবনা। অপ্রিয় সত‌্য কথা বলার জন‌্য বন্ধুবান্ধবের সঙ্গে মনোমালিন‌্য।

বৃশ্চিক

অতিরিক্ত বিলাসিতার জন‌্য সপ্তাহের শুরুতে অর্থকষ্ট হতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন‌্য মনের আনন্দ বৃদ্ধি পাবে। মহিলাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই শ্রেয়। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে নিঃসঙ্গতা কেটে যেতে পারে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় দ্বিমুখী উপার্জন হতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। নিজেদের ব‌্যক্তিগত জীবনে অনে‌্যর মতামত নিতে যাবেন না। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন।

ধনু

বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে উপার্জন ভালোই হবে। ব‌্যবসায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। এই সময় কর্মজীবনে বাধা-বিঘ্ন আসতে পারে। পাহাড়ে ভ্রমণের সময় সতর্কতা বাঞ্ছনীয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। বাড়িতে বড় কোনও সমস‌্যার ক্ষেত্রে আপনার আত্মীয়দের সাহায‌্য পাবেন।

মকর

খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের সাফলে‌্যর জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন‌্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। ভবিষ‌্যতের কথা ভেবে সঞ্চয় করতে হবে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন। শিল্পসত্তার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। স্ত্রীর উদ‌্যমী স্বভাবের জন‌্য ব‌্যবসায় উন্নতি।

কুম্ভ

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক-জাতিকাদের বহুমুখী উপায়ে আয়ের পথ খুলবে। মা-বাবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন এই সময় পূরণ হতে পারে। পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের পরীক্ষার ফল অাশাব‌্যঞ্জক হবে। নিজের স্বাস্থে‌্যর দিকে অবশ‌্যই নজর দেবেন। অংশীদারী ব‌্যবসায় কিছু সমস‌্যার জন‌্য মুনাফা কম হবার সম্ভাবনা। কাজের ক্ষেত্রে প্রত‌্যাশা মতো ফল পাওয়ার সম্ভাবনা। পরিবারে কারও চিকিৎসার জন‌্য ব‌্যয় বৃদ্ধি হতে পারে। পড়ুয়াদের জন‌্য সপ্তাহটি শুভ।

মীন

নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। এই সময় জমি, ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন। বাড়িতে সামাজিক অনুষ্ঠানের জন‌্য অর্থব‌্যয় হওয়ার সম্ভাবনা। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। ঠিকাদারি ব‌্যবসায় নতুন কাজের বরাত মিলতে পারে। নিজের ব‌্যবসা শুরু করার জন‌্য আদর্শ সময়। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ‌্যমান। নববিবাহিতদের দাম্পত‌্যসুখ বজায় থাকবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি তুলা রাশির।
  • নিজের ব্যবসা শুরু করার জন্য আদর্শ সময় কুম্ভ রাশির।
  • সপ্তাহের মধ্যভাগে খেলাধুলায় উন্নতি কন্যা রাশির।
Advertisement