shono
Advertisement

মুসলিমদের উপর নয়া নিষেধাজ্ঞা চিনে, ‘মুখ ফিরিয়ে’তাবড় ইসলামিক দেশ

চিনকে চটাতে ভয় 'ইসলামের ধ্বজাধারী' পাকিস্তানেরও৷ The post মুসলিমদের উপর নয়া নিষেধাজ্ঞা চিনে, ‘মুখ ফিরিয়ে’ তাবড় ইসলামিক দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:08 PM Oct 13, 2018Updated: 12:08 PM Oct 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে, ততই চিনে আরও কোণঠাসা হচ্ছে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়৷ শিক্ষা দেওয়ার নামে তাঁদের ‘ডিটেনশন ক্যাম্পে’ নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরেই অত্যাচার চালাচ্ছে চিনা প্রশাসন৷ এমনকী, ক্যাম্পগুলিকে ‘শিক্ষা প্রতিষ্ঠান’ আখ্যা দিয়ে, এদের স্বীকৃতিও দিয়েছে বেজিং৷ এবার তার সঙ্গে যুক্ত হয়েছে লাল চিনের হালাল-বিরোধী অভিযান৷ তবে আশ্চর্যজনকভাবে এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো ইসলামিক রাষ্ট্রগুলি৷ চিনের বিরুদ্ধে মুখ খোলেনি অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনের মতো সংগঠনগুলিও৷ যাকে দু’মুখো নীতি বলে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা৷

Advertisement

[মার্কিন সংস্থার গোপন নথি পাচার! এফবিআই-এর জালে চিনা গুপ্তচর]

চিনা প্রশাসনের দাবি, মূলত জিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুর মুসলিমদের মধ্যে হালালের ধারনা কার্যত গোঁড়ামিতে পরিণত হয়েছে৷ তাঁদের সেই ধারনা থেকে মুক্তি দেওয়া প্রয়োজন৷ ওই সংখ্যালঘু মুসলিমদের যথাযথ শিক্ষার প্রয়োজন রয়েছে বলে চিনের দাবি৷ অভিযোগ, সেই কারণেই শিক্ষাক্ষেত্রের নামে ‘ডিটেনশন ক্যাম্প’ গুলিতে ওই চিনা মুসলিমদের উপরে মগজ ধোলাইয়ের নামে অত্যাচার চালাচ্ছে জিনপিং প্রশাসন৷ এখানেই শেষ নয়, প্রশাসনের টার্গেট হতে হয়েছে শিনজিয়াং প্রদেশের ইমামদেরও৷ এমনও হয়েছে, প্রশাসনের নির্দেশে প্রকাশ্যে নাচ করতে বাধ্য করা হয়েছে তাঁদের৷ সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ জানা গিয়েছে, বর্তমানে চিনে এক মিলিয়ন তুর্কিভাষী মানুষ বসবাস করেন৷ যাঁরা উইঘুরস সম্প্রদায়ের অন্তর্ভূক্ত৷ বলপূর্বক তাঁদের শিনজিয়াং প্রদেশের বিশেষ ক্যাম্পে নিয়ে যাওয়া যাচ্ছে চিনা প্রশাসন এবং সেখান তাঁদের মগজ ধোলাই করা হচ্ছে৷ চলছে অত্যাচার৷ রাষ্ট্রসংঘে পেশ হয়েছে এই সংক্রান্ত রিপোর্ট৷ যার পরেই চিনের বিরুদ্ধে সুর চড়ায় মার্কিন প্রশাসন৷ সংখ্যালঘু মুসলিমদের উপর এই চিনা আগ্রাসনের প্রতিবাদ করে ইউরোপীয় ইউনিয়নের আধিকারিকরাও৷

[নভেম্বরেই ফের বৈঠক ট্রাম্প-কিমের, সুসম্পর্ক বজায় রাখার বার্তা]

তবে আশ্চর্যের বিষয় হল, মুসলিমদের উপর চিনের এই অত্যাচারের বিরুদ্ধে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি কোনও সংখ্যাগরিষ্ঠ ইসলামিক রাষ্ট্রকে৷ তাঁদের মধ্যে অন্যতম পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব৷ এমনকি তুর্কি নাগরিকদের উপর অত্যাচার চললেও, বেজিং-এর বিরুদ্ধে মুখ বুঝে রয়েছে তুরস্ক৷ এমনকি কাশ্মীর বা রোহিঙ্গা ইস্যুতে মতামত দিলেও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন৷ ইসলামিক রাষ্ট্রগুলির এই দ্বিচারিতার কারণ বুঝতে না পারলেও তা অনুমান করতে পারছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, চিনের সঙ্গে বাণিজ্যিক সু-সম্পর্ক বজায় রয়েছে উল্লেখিত ইসলামির রাষ্ট্রগুলির৷ আর পাকিস্তানের সব ঋতুর বন্ধু চিন৷ আন্তর্জাতিক মহলে একাধিক বিষয়ে চিনের ভরসাতেই অস্তিত্ব টিকিয়ে রেখেছে ইসলামাবাদ৷ ফলে এই মুহূর্তে চিনের চোখে চোখ রেখে কতটা কথা বলতে পারবে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলি সেই বিষয়ে সন্দেহ রয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের৷

The post মুসলিমদের উপর নয়া নিষেধাজ্ঞা চিনে, ‘মুখ ফিরিয়ে’ তাবড় ইসলামিক দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement