shono
Advertisement

বাইক আরোহীকে ধাক্কা দিয়ে রাস্তার ধারের বাড়িতে ঢুকল ঘাতক লরি! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১

মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া।
Posted: 01:34 PM Jan 30, 2024Updated: 07:57 PM Jan 30, 2024

সৌরভ মাজি, বর্ধমান: মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে। মৃত এক। আরেক গুরুতর জখম দুর্ঘটনাগ্রস্তকে কলকাতায় রেফার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরেক খুদে। মঙ্গলবার সকালে বেপরোয়া একটি লরি বাইক আরোহীকে ধাক্কা মারে। এর পর রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে ঘাতক লরিটি। মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া।

Advertisement

এদিন সকালে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত কেরিলি গ্রামের কেড়েলি পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনা ঘটে। মশাগ্রাম রেলগেট থেকে জামালপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি উলটো দিক থেকে আসা বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ শওকত আলির।

[আরও পড়ুন: বজরংবলীর পতাকা নামানো নিয়ে উত্তেজনা, ক্ষমতাসীন কংগ্রেসকে ‘হিন্দু বিরোধী’ তোপ বিজেপির]

এর পর লরিটি রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে। সেখানে এক বৃদ্ধা তাঁর নাতনিকে নিয়ে ছিলেন। লরির ধাক্কায় গুরুতর জখম হন বৃদ্ধা পার্বতী কর্মকার (৫৫)। প্রথমে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। নাতনি ৩ বছরের চন্দ্রানী কর্মকার হাসপাতালে চিকিৎসাধীন। লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। 

 

[আরও পড়ুন: ইডি হানায় বাজেয়াপ্ত BMW, পলাতক হেমন্ত সোরেন, মসনদে কি স্ত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার