shono
Advertisement
US nightclub

ফের মার্কিন নাইটক্লাবে এলোপাথাড়ি গুলি, মৃত ১

জখম আরও সাত।
Published By: Paramita PaulPosted: 10:18 AM Jun 23, 2024Updated: 01:08 PM Jun 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মার্কিন নাইটক্লাবে এলোপাথাড়ি গুলি। মৃত ১। জখম আরও সাত। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে কেনটাকির এক নাইটক্লাবে।

Advertisement

জানা গিয়েছে, প্রতি উইকেন্ডের মতো এবার ভিড় জমেছিল কেনটাকির এইচ ২০ নাইটক্লাবে। রাত একটার পর আচমকা এক বন্দুকবাজ হামলা চালায়। এলোপাথারি গুলি ছুড়তে শুরু হয়েছে। অনেকে আহত হন। তাদের মধ্যে একজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম জোসেফ ডি বোয়ার্স। বয়স ৪০ বছর।

[আরও পড়ুন: কমছে দুধের দাম, করমুক্ত রেলের একাধিক পরিষেবা, জিএসটি বৈঠকে বড় পদক্ষেপ অর্থমন্ত্রীর]

আরেকজন গুলিবদ্ধ অবস্থা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাকিদের আঘাত গুরুতর নয় জানিয়েছেন চিকিৎসক। তবে বন্দুকবাজকে ধরতে পারেনি পুলিশ। কী কারণে গুলিবৃষ্টি, তাও এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, এই ঘটনার ২৪ ঘণ্টা আগে এ মুদিখানা দোকানে আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। আহত ১০। যাঁদের মধ্যে কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে। পর পর দুটি ঘটন্য় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। 

[আরও পড়ুন: স্বর্ণমন্দিরে যোগাসন! শিখ ভাবাবেগে আঘাতের অভিযোগে তরুণীর বিরুদ্ধে মামলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের মার্কিন নাইটক্লাবে এলোপাথারি গুলি।
  • তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
  • মৃত ১। জখম আরও সাত।
Advertisement