shono
Advertisement

Breaking News

অবৈধ দরগা ভাঙার নোটিসকে কেন্দ্র করে উত্তপ্ত জুনাগড়, সংঘর্ষে মৃত ১

ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশকর্মী।
Posted: 02:00 PM Jun 17, 2023Updated: 02:14 PM Jun 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি অবৈধ দরগা ভাঙার নোটিশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গুজরাটের (Gujarat) জুনাগড় (Junagdh)। প্রায় ৫০০-৬০০ মানুষের জমায়েত হয় দরগার সামনে। আর তারপরই চাঞ্চল্য ছড়ায়। কার্যতই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। ঘটনায় ১ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত হয়েছেন তিনজন পুলিশকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন পুলিশের ডেপুটি সুপারিটেন্ডেন্টও। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত আটক করেছে ১৭৪ জনকে।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, জুনাগড় পৌর সংস্থার তরফে অবৈধ দরগা ভাঙা নিয়ে একটি নোটিশ টাঙায়। কর্তৃপক্ষকে পাঁচদিন সময় দেওয়া হয় ওই দরগা ভেঙে ফেলার জন্য। এলাকার বাসিন্দারা এর বিরোধিতা করতে শুরু করেন। শুক্রবার পরিস্থিতি প্রবল উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় যেন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। শুরু হয় পাথর ছোঁড়া ও ভাঙচুর। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়। ঘটনাস্থল থেকে ১৭৪ জনকে আটক করা হয়।

[আরও পড়ুন: নৃশংস! পিসির বাড়ি ঘুরতে গিয়ে পিসতুতো ভাইদের হাতে গণধর্ষণের শিকার নাবালিকা]

জানা গিয়েছে, ১৪ জুন নোটিশ টাঙানো হয়। পাঁচদিন সময় দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কোনও জবাব না পেয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু হয় গণ্ডগোল। উপস্থিত ৫০০-৬০০ মানুষ পাথর ছুঁড়তে থাকেন। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করে পুলিশ।

[আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, শনাক্ত করা যায়নি ৮১ দেহ, DNA রিপোর্টের অপেক্ষায় পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement