সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটআউট অ্যাট দিল্লি! শুক্রবার রাতে রাজধানীর ব্যস্ত রাস্তায় সিনেমার কায়দায় বাইকে চেপে এলোপাথাড়ি গুলি চালাল তিন নাবালক। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ যুবকের। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক মৃতের ২ সঙ্গী। এই ঘটনায় ৩ নাবলককে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলাকারী নাবালকেরা আক্রান্তরা তিন যুবকের পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে। কেন গুলি চালাল তারা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুট আউটের ঘটনাটি উত্তর-পূর্ব দিল্লির কবি নগর এলাকার। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে নদিম নামের এক যুবকের। শুক্রবার রাতে স্কুটিতে চেপে দুই সঙ্গীকে নিয়ে খাবার কিনতে বেরিয়েছিলেন নদিম। উলটো দিক থেকে মোটরসাইকেলে চেপে নদিমদের মুখোমুখি হয় তিন নাবালক। তাদের সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র। সাত রাউন্ড গুলি চালায় তারা। গুলিতে ঝাঁজরা হন নদিম। পালানোর সময় নিজেদের মোটরসাইকেল ফেলে নদিমের স্কুটি এবং ফোন নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
স্থানীয়রাই রক্তাক্ত যুবকদের উদ্ধার করে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাদিমের। তাঁর সঙ্গী দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিন নাবালকের মধ্যে একজন নাদিমের কাছ থেকে টাকা ধার করেছিল। তা ফেরত দিতে চাপ দিচ্ছিল নাদিম। সেই কারণে 'ঝামেলা' হটাতে হামলা চালায় নাবালকেরা। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।