shono
Advertisement

Breaking News

কর্নাটকে জিকার হানা! বাড়ছে ভাইরাস আতঙ্ক

মূলত ইডিস মশার কামড় থেকেই ছড়ায় ভাইরাসটি।
Posted: 04:38 PM Nov 02, 2023Updated: 04:38 PM Nov 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয় দেখাচ্ছে জিকা ভাইরাস (Zika virus)। কর্নাটকের চিকাবল্লভপুরে এক ব্যক্তির শরীরে ধরা পড়ল জিকার সংক্রমণ। স্বাভাবিক ভাবেই সতর্ক স্বাস্থ্য কর্তৃপক্ষ।

Advertisement

চিকাবল্লভপুরের জেলা স্বাস্থ্য আধিকারিক এস এস মহেশ জানিয়েছেন, একশোটি নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। এর মধ্যে ৬টি নমুনা চিকাবল্লভপুরের। কিন্তু একটি নমুনার মধ্যেই পাওয়া গিয়েছে জিকা ভাইরাস। ইতিমধ্যেই ৩০ জন অন্তঃসত্ত্বা ও সাতজন ব্যক্তি, যাঁদের জ্বর রয়েছে তাঁদের নমুনাও পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। তিনি জানিয়েছেন, ওই এলাকায় যাঁদেরই শরীরে উচ্চ তাপমাত্রা দেখা দেবে তাঁরা যেন পরীক্ষা করিয়ে নেন।

[আরও পড়ুন: জন্মদিনে নতুন জন্ম শাহরুখের, ‘পাঠান’, ‘জওয়ান’ পোশাক ছেড়ে ‘ডাঙ্কি’তে বাদশার কোন অবতার?]

উল্লেখ্য, জিকা মশাবাহিত ভাইরাস। মূলত ইডিস মশার কামড় থেকে মানুষের শরীরে ছড়ায় এই ভাইরাসটি। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো ভাইরাসও বহন করে এই মশাই। কোন কোন লক্ষণ দেখা যায় আক্রান্তদের মধ্যে? মূলত জ্বর, চুলকুনি, কনজাংটিভাইটিস, পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, মাথাব্যথার মতো নানা উপসর্গ জিকা ভাইরাসের লক্ষণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, আক্রান্ত হওয়ার পরে অনেক সময়ই ২ থেকে ৭ দিন পর্যন্ত কোনও উপসর্গ দেখা যায় না।

[আরও পড়ুন: মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement