shono
Advertisement

বাড়ি ফিরেছেন অশ্বিন, টেস্টের তৃতীয় দিন কালো আর্ম ব্যান্ড পরে মাঠে ১০ জনের ভারত

মায়ের অসুস্থতার জন্য রাজকোট টেস্টের মাঝপথেই ছুটি নিলেন অশ্বিন। দিও অশ্বিনের জায়গায় বিকল্প ফিল্ডার হিসেবে খেলছেন দেবদূত পাড়িকল। তবে তিনি ব্যাটিং কিংবা বোলিং করতে পারবেন না।
Posted: 10:20 AM Feb 17, 2024Updated: 01:09 PM Feb 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেটের মালিক হওয়ার দিনই আসে দুঃসংবাদ। অসুস্থ মা। তাই রাজকোটে টেস্টের মাঝপথেই বাড়ি ফিরতে হল রবিচন্দ্রন অশ্বিনকে। ফলে শনিবার, ম্যাচের তৃতীয় দিন তাঁকে ছাড়াই মাঝে নামল টিম ইন্ডিয়া (Team India)। যদিও অশ্বিনের জায়গায় বিকল্প ফিল্ডার হিসেবে খেলছেন দেবদূত পাড়িকল। তবে তিনি ব্যাটিং কিংবা বোলিং করতে পারবেন না। অর্থাৎ ১০ জনের ভারতই লড়বে ইংল্যান্ডের বিরুদ্ধে।

Advertisement

এদিন রোহিত শর্মাদের কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামতে দেখা যায়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়, দেশের প্রবীণতম ক্রিকেটার প্রয়াত দত্তাজিরাও গায়কোয়াড়কে সম্মান জানাতেই হাতে কালো ব্যান্ড পরে খেলছেন রোহিতরা। গত মঙ্গলবার ৯৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দেশের হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। ৯ বছরের ক্রিকেট কেরিয়ারে চারটি ম্যাচে দেশকে নেতৃত্বও দিয়েছিলেন। দত্তাজিরাওয়ের আরও একটি পরিচয় হল তিনি দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের (Anshuman Gaekwad) বাবা। এদিন তাঁকেই স্মরণ করল ভারতীয় দল।

[আরও পড়ুন: ফের রাজ্যে ফিরল শীত, আগামী ২ দিন কেমন থাকবে তাপমাত্রা?]

এদিকে, চলতি টেস্টে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিলেন অশ্বিন। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে পাঁচশো উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব দেখান রাজকোটে। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে দুউইকেট হারায় ইংল্যান্ড। যার মধ্যে ওপেনার জ্যাক ক্রলির উইকেটটি তুলে নেন অশ্বিন। কিন্তু মাঠ ছাড়ার পরই আসে দুঃসংবাদ। মা অসুস্থ হওয়ায় তড়িঘড়ি ছুটি নিয়ে বাড়ি ফিরে যান তারকা স্পিনার।

তিনি না থাকায় ১০ জনেই খেলতে হবে ভারতকে। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন চোট পেলে বা অসুস্থ হলে আম্পায়ারের অনুমতিতে বিকল্প ফিল্ডার খেলাতে পারে দল। সেক্ষেত্রে তিনি বোলিং বা অধিনায়কত্ব করতে পারবেন না। শুধুমাত্র উইকেট-কিপিং করার অনুমতি মিলতে পারে। তাই ভারত অশ্বিন পরিবর্তে কাউকে দিয়ে ব্যাটিং বা বোলিং করাতে পারবে না। তবে ইংল্যান্ডের কাছে ভারত যদি বিকল্প ক্রিকেটার নেওয়ার অনুরোধ জানায় এবং বেন স্টোকস তাতে রাজি হন, তাহলে একজনকে দলে নেওয়ার সুযোগ পাবেন রোহিত শর্মা।

[আরও পড়ুন: হাসপাতালে প্রিয়াঙ্কা, অনুপস্থিত রাহুলের ন্যায় যাত্রায়, ভাই-বোনের দূরত্ব বাড়ছে! খোঁচা বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement