সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুতেই বিপত্তি। লখনউ-তে প্রথম মেট্রো যাত্রায় চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা। যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথেই থেমে গেল ট্রেন। এক ঘণ্টারও বেশি মেট্রোর কামরায় আটকে পড়লেন মহিলা, শিশু-সহ বহু যাত্রী। বিদ্যুৎ সংযোগ না থাকায় নিভে গিয়েছিল কামরার আলো। চলছিল না এসিও। সবমিলিয়ে মেট্রো যাত্রীদের দুর্ভোগের একশেষ! শেষপর্যন্ত মেট্রো রেলওয়ে কর্পোরেশনের উদ্ধারকারী দল আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে।
[জানেন, ভারতে প্রতি ঘণ্টায় পথ দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়?]
এখন কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু-সহ দেশের বেশ কয়েকটি শহরে চালু আছে মেট্রো পরিষেবা। আগামী দিনে দেশের সবকটি বড় শহরেই মেট্রো চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। মোদি জমানার ইতিমধ্যেই কেরলের কোচিতে চালু হয়েছে মেট্রো পরিষেবা। সম্প্রতি দেশের মেট্রো মানচিত্রে স্থান পেয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। মঙ্গলবার লখনউতে যৌথভাবে মেট্রো পরিষেবা উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েকও। উদ্বোধনের পর মেট্রোতে সফরও করেছিলেন তাঁরা।
[গৌরী হত্যায় কাঠগড়ায় আরএসএস, রাহুল-নীতিন তরজা তুঙ্গে]
বুধবার থেকে লখনউতে বাণিজ্যিকভাবে শুরু হয় মেট্রো চলাচল। এদিন মেট্রোয় ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু, তাল কাটে প্রথমদিনেই! মাইওয়া ও দুর্গাপুরী স্টেশনে মাঝে দাঁড়িয়ে পড়ে মেট্রো রেল। কামরায় আলো নেই। বন্ধ এসিও। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এভাবে প্রায় এক ঘন্টারও বেশি সময়ে মেট্রো কামরাতে আটকে ছিলেন তাঁরা। শেষপর্যন্ত মেট্রো রেলওয়ে কর্পোরেশনের উদ্ধারকারী দল গিয়ে মেট্রোর আপদকালীন দরজা দিয়ে যাত্রীদের বের করে আনে। কিন্তু, কেন এমন হল? মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে।
[নোট বাতিলে বিপুল ক্ষতি সরকারি ছাপাখানায়, বিড়ম্বনায় কেন্দ্র]
এদিকে লখনউতে মেট্রো বিভ্রাট নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। টুইটারে তিনি লিখেছেন, ‘কেন্দ্র সরকার দীর্ঘ দিন ধরে সবকিছু খতিয়ে দেখে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিল। কিন্তু তাও প্রথম দিনে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটল!’
[গো-রক্ষকদের তাণ্ডব সামলাক রাজ্য, নির্দেশ সুপ্রিম কোর্টের]
The post লখনউতে প্রথম দিনেই মেট্রো বিভ্রাট, চরমে দুর্ভোগে যাত্রীরা appeared first on Sangbad Pratidin.