সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্তাচলে লাল সূর্য! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাওবাদী মুক্ত ভারতের স্বপ্ন আর দূরে নয়। ছত্তিশগড় সরকারের দাবি, ইতিমধ্যে ৫০০-র বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে। এর সঙ্গে যুক্ত হল আরও তিন। বৃহস্পতিবার ছত্তিশগড়ে সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে তাদের। মাথার দাম ছিল ৭ লক্ষ
টাকা।
তেলেঙ্গানা সীমানা লাগোয়া গোলাপল্লি এলাকার জঙ্গলে মাওবাদীদের গতিবিধির খবর পায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)। সেই মতো বৃহস্পতিবার ভোরে অভিযান চালায় ডিআরজি এবং সিআরপিএফের যৌথবাহিনী। গভীর জঙ্গলে গুলির লড়াই চলে বেশ কিছু ক্ষণ। সংঘর্ষের পর এক মহিলা-সহ তিন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, নিহতেরা নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপল্স লিবারেশন গেরিলা আর্মি)-র সদস্য। দুই পুরুষ মাও নেতা এরিয়া কমিটির সদস্য ছিল। তাদের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। নিহত মহিলা লেকাল কমিটির সদস্য ছিল। তার মাথার দাম ছিল ২ লক্ষ টাকা।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদকে পুরোপুরি নির্মূল করা হবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে জোরকদমে শুরু হয়েছে কাজ। গত কয়েক মাসে ছত্তিশগড়, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে আত্মসমর্পণ করেন কয়েকশো মাওবাদী। স্পষ্ট ভাষায় শাহ জানিয়েছেন, “যারা হিংসাত্যাগ করে মূল স্রোতে ফিরছেন তাঁদের স্বাগত জানাই। কিন্তু যারা এখনও বন্দুক চালিয়ে যাবে তাঁদের নিরাপত্তা বাহিনীর মারণ শক্তির মুখোমুখি হতে হবে।”
