shono
Advertisement

অন্ধকারে আশার আলো, করোনাকে কুপোকাত করে জয়ী শতায়ু বৃদ্ধা

এই ধরনের ঘটনাই সাহস জোগাচ্ছে, বলছেন চিকিৎসকরা। The post অন্ধকারে আশার আলো, করোনাকে কুপোকাত করে জয়ী শতায়ু বৃদ্ধা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:20 PM Apr 16, 2020Updated: 08:20 PM Apr 16, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাসুরের তাণ্ডবে কাঁপছে সবাই। এর অত্যাচারের জেরে ত্রাহি ত্রাহি রব উঠেছে চারিদিকে। প্রতি ঘণ্টাতেই বিশ্বজুড়ে এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। মারাও যাচ্ছেন অনেকে। ভয়াবহ আতঙ্কের এই করাল অন্ধকারেও দেখা গেল আশার আলো। করোনাকে কুপোকাত করে জীবনযুদ্ধে জয়ী হলেন ১০৬ বছরের এক বৃদ্ধা কোনি টিচেন। ব্রিটেনের মধ্যে তিনি প্রথম করোনা আক্রান্ত রোগী যিনি এতবছর বয়সে করোনা (Corona) -কে পরাস্ত করে নতুন এক ইতিহাস তৈরি করলেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মার্চের মাঝামাঝি সময়ে মধ্য ইংল্যান্ডের বার্মিংহামের বাসিন্দা কোনি টিচেন আচমকা অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হচ্ছে দেখে বার্মিংহাম শহরের এক হাসপাতালে ভরতি করেন পরিবারের লোকেরা। প্রাথমিকভাবে তাঁর নিউমোনিয়া হয়েছিল বলে মনে করেছিলেন চিকিৎসকরা। যদিও পরে শারীরিক পরীক্ষায় তাঁর করোনা হয়েছে বলে জানা যায়। এরপর টানা তিন সপ্তাহ চিকিৎসা চলার পর গত মঙ্গলবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় তাঁর বেঁচে ফেরার এই অসম লড়াইকে হাততালি দিয়ে অভিবাদন জানান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাতেই আপ্লুত হয়ে পড়েছেন ১৯১৩ সালে জন্ম নিয়ে দুটি বিশ্বযুদ্ধ পার করে তৃতীয় বিশ্বযুদ্ধে জেতা কোনি!

[আরও পড়ুন: স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়াতে উদ্যোগ, ১ কোটি পাউন্ড তুললেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনানী]

এপ্রসঙ্গে ওই শতায়ু বৃদ্ধা বলেন, ‘এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়ী হওয়ার পর নিজেকে প্রচণ্ড ভাগ্যবতী বলে মনে হচ্ছে। নিজের পরিবারের সদস্যদের দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। কতদিন বাড়ির খাবারও খাইনি।তাই আমার খুব ক্ষিদে পেয়েছে।’

[আরও পড়ুন: করোনায় ফিকে অসমের আকাশে লাগল বিহুর রং, রাস্তায় নাচ পুলিশকর্মীর]

The post অন্ধকারে আশার আলো, করোনাকে কুপোকাত করে জয়ী শতায়ু বৃদ্ধা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement