shono
Advertisement

পুরী থেকে ফেরার পথে নয়ানজুলিতে বাস, জখম বাংলার বহু

আহতরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি।
Posted: 09:30 AM Oct 01, 2023Updated: 09:45 AM Oct 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরী থেকে ফেরার পথে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমারিতে ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে যাত্রীবোঝাই বাস। জখম কমপক্ষে ২৫ জন যাত্রী। আশঙ্কাজনক ১১। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

মুর্শিদাবাদের বেশ কয়েকজন বাসে চড়ে পুরী গিয়েছিলেন। শনিবার পুরী থেকে বাংলার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। রবিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমাড়িতে ঘটে বিপত্তি। রাস্তার পাশের নয়ানজুলিতে উলটে যায় বাসটি। ২৫ জন কমবেশি জখম হন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১১ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

[আরও পড়ুন: বাঁকুড়ায় টানা বৃষ্টি, ঘরের দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল মহিলার]

কীভাবে বাসটি নয়ানজুলিতে উলটে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। চালক কি অতিরিক্ত বেশি গতিতে বাস চালাচ্ছিলেন? তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়েন। তাই ঘুমঘোরেই বাসটি দুর্ঘটনার মুখে পড়ে।

[আরও পড়ুন: পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষ-লক্ষ টাকা আত্মসাৎ! কনস্টেবলের পর এবার কাঠগড়ায় হোম গার্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার