shono
Advertisement

সেনাবোঝাই বাসে বিস্ফোরণে নিহত ১৩, আহত ৪৮

গাড়িবোমার সাহায্যে ঘটানো হয় বিস্ফোরণ৷ The post সেনাবোঝাই বাসে বিস্ফোরণে নিহত ১৩, আহত ৪৮ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 PM Dec 17, 2016Updated: 03:33 PM Dec 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্য তুরস্কের কায়সেরি প্রদেশে এক বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত ও ৪৮ জন আহত হয়েছেন৷ শনিবার, এরসিয়েস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে বিস্ফোরণটি ঘটে৷ সেনাবাহিনীর একটি বাসকে লক্ষ্য করে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়৷ ডিউটি শেষ করে ওই বাসে করে সেনাবাহিনীর সদস্যরা ফিরছিলেন৷

Advertisement

ঘটনার পরই তুরস্কের সুপ্রিম বোর্ড অফ রেডিও ও টেলিভিশনের উপর সাময়িক নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে৷ বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হওয়া মৃতদেহ ও আহতদের ছবি, ফুটেজের সরাসরি সম্প্রচার দেখানো নিষিদ্ধ করা হয়েছে৷ নিহত সৈনিকরা কমান্ডো ব্রিগেডের সদস্য ছিলেন বলে জানিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল৷ বিস্ফোরক মজুত করা গাড়িটির পাশ কাটিয়ে যাওয়ার সময় আচমকা সশব্দে ফেটে যায় গাড়িটি৷ বিস্ফোরণের প্রচণ্ড তীব্রতায় মাটি থেকে উঠে যায় বাসটি৷ তুরস্কের সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, ওই বিস্ফোরণে ১৩ জন সেনা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন৷

দেখুন অসম্পাদিত ভিডিও:

#BREAKING First video footage from the explosion scene in #Turkey‘s #Kayseri. Witnesses say it is a car bomb attack. pic.twitter.com/AqJKyvkXuL

— Mehmet Dikbayir (@dikbayir_en) December 17, 2016

The post সেনাবোঝাই বাসে বিস্ফোরণে নিহত ১৩, আহত ৪৮ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement