shono
Advertisement
CAG Reports

আপ জমানায় কত দুর্নীতি? ফাঁস করতে দিল্লি বিধানসভায় ১৪ ক্যাগ রিপোর্ট পেশের পথে বিজেপি

রিপোর্টগুলি দেড় বছরেরও বেশি সময় ধরে খামবন্দি হয়ে পড়ে রয়েছে সরকারি দপ্তরে।
Published By: Paramita PaulPosted: 12:29 AM Feb 25, 2025Updated: 12:29 AM Feb 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেল খেটেছেন। ভোটে হেরেছেন। তবু বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। তাঁর আমলের বেশ কিছু ক্য়াগ রিপোর্ট এবার প্রকাশ্যে আনতে চলেছে সদ্য দিল্লিতে ক্ষমতায় আসা বিজেপি। সূত্রের খবর, মঙ্গলবারই দিল্লির বিধানসভায় পেশ করা হতে পারে আপ জমানার ১৪ ক্যাগ রিপোর্ট। যা ৩০০ থেকে ৫০০ দিন ধরে খামবন্দি হয়ে পড়ে রয়েছে সরকারি দপ্তরে।

Advertisement

কেজরি জমানায় একাধির দুর্নীতির অভিযোগ উঠেছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আবগারি কেলেঙ্কারি। সেই সংক্রান্ত ক্যাগ রিপোর্টও খামবন্দি হয়ে পড়ে রয়েছে বলে সূত্রের দাবি। মুখ্যমন্ত্রীর গদিতে বসার পরই সেই সব প্রকাশ্যে আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। আর এই রিপোর্টে সামান্যটুকু দুর্নুীতির আঁচ থাকলে বিশেষ টিম গঠন করে তদন্ত করাতে চান মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে কেজরি-সহ তাঁর সতীর্থদের বিপদ বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে আনার দাবিতে সরব হয়েছিলেন তৎকালীন বিজেপি বিধায়কেরা। এমনকী, আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন। এবার সেই রিপোর্টই সামনে আসছে। কী আছে ওই রিপোর্টে? বিজেপি নেতাদের দাবি অনুযায়ী, দিল্লিতে আপ যে আবগারি নীতি চালু করেছিল তা রাজধানীর কোষাগারে বড় ধাক্কা দিয়েছে। অন্তত ২ হাজার ২৬ কোটি টাকা ক্ষতি হয়েছে দিল্লি সরকারের। রিপোর্টে বলা হয়েছে, আপ সরকারের আমলে ঘোষিত ওই আবগারি নীতিতে প্রচুর ত্রুটি ছিল। এবং সেটা প্রকশ্যে আসার পরও ব্যবস্থা নেয়নি দিল্লি সরকার। শুধু আবগারি কেলেঙ্কারি নয়, আপ জমানার মোট ১৪টি সিএজি রিপোর্ট সামনে আনবে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবারই দিল্লির বিধানসভায় পেশ করা হতে পারে আপ জমানার ১৪ ক্যাগ রিপোর্ট।
  • যা ৩০০ থেকে ৫০০ দিন ধরে খামবন্দি হয়ে পড়ে রয়েছে সরকারি দপ্তরে।
  • দিল্লি বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে আনার দাবিতে সরব হয়েছিলেন তৎকালীন বিজেপি বিধায়কেরা।
Advertisement