shono
Advertisement

পুণের স্যানিটাইজার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু কর্মীর মৃত্যুর আশঙ্কা

এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে।
Posted: 08:36 PM Jun 07, 2021Updated: 08:36 PM Jun 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের স্যানিটাইজার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ওই কারখানার বহু কর্মী এখনও নিখোঁজ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর]

স্থানীয় সূত্রের খবর, সোমবার বিকেলের দিকে এসভিএস অ্যাকুয়া টেকনোলজি নামের ওই স্যানিটাইজার কারখানাটিতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সেসময় কারখানায় বহু কর্মী কাজ করছিলেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছয়। কিন্তু কারখানার ভিতরে বহু দাহ্য পদার্থ থাকায় আগুন বাড়তে থাকে। দমকলের বেশ কয়েকঘন্টার চেষ্টায় আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের আটটি ইঞ্জিন এখনও ঘটনাস্থলে রয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

[আরও পড়ুন: ‘কেন্দ্রের হুমকিতেই রাজ্যকে ভ্যাকসিন দিচ্ছেন না সেরাম কর্তা’, বিস্ফোরক মহারাষ্ট্রের মন্ত্রী]

শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই কারখানার ৩৭ জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে অনেকেই জখম। বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৪ জনের দেহ। আশঙ্কার বিষয় হল, আরও অন্তত ১৭ জন কর্মী নিখোঁজ হয়েছেন। ঠিক কীভাবে আগুন লাগল জানার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement