সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা ব্রাজিলে। অবতরণের সময় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান। মৃত ১২ জন যাত্রী এবং ২ বিমানকর্মী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, খারাপ আবহাওয়াপ দরুণ তড়িঘড়ি অবতরণের চেষ্টা করছিলেন বিমান চালক। তখনই রানওয়েতে পিছলে যায় ছোট বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনায় বিমানে থাকা সকলের মৃত্যু হয়েছে, প্রশাসন সূত্রে খবর।
ব্রাজিলের জনপ্রিয় পর্যটনস্থল বারসেলস। প্রতি বছর এই সময় সেখানে ভিড় জমায় বহু মানুষ। আনাগোনা করে বিদেশি পর্যটকরাও। মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নেয় তারা। দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা যাত্রীরা অধিকাংশই সেই প্রতিযোগিতায় অংশ নিয়য়ে গিয়েছিলেন। জানা গিয়েছে, বিমানের সকলেই ব্রাজিলের নাগরিক।
[আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় ‘অসহযোগিতা’ কেন্দ্রের, হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের]
স্থানীয় সময় শনিবার রাতে বারসেলসের আবহাওয়া খারাপ ছিল। প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমানতা শূন্যে পৌঁছে যায়। সেইসময় শহরের বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল এয়ার ট্যাক্সিটি। ফিরে যাওয়ার উপায়ও ছিল না সেই সময়। মাঝ রানওয়েতে অবতরণের চেষ্টা করে তিনি। কিন্তু প্রবল বৃষ্টিতে রানওয়ে থেকে বিমানটি পিছলে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিমানেই মৃত্যু হয় সকলের। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। শোকপ্রকাশ করেছে ব্রাজিল প্রশাসনের সকলে।