সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা থাইল্যান্ডে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উলটে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। আহত ২০ জনের উপরে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সোমবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম থাইল্যান্ডের প্রচুয়াপ খিরি খান প্রদেশে। মঙ্গলবার মর্মান্তিক ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থা। জানা গিয়েছে, গাছে ধাক্কা লাগার পর বাসটির সামনের অংশ দুই টুকরো হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও পুলিশ। ধ্বংসাবশেষ থেকে যাত্রীদের বের করে আনেন উদ্ধারকারীরা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
[আরও পড়ুন: ফের বন্দুকবাজের তাণ্ডব আমেরিকায়, পুলিশ পৌঁছতেই ভয়ংকর বিস্ফোরণে উড়ল বাড়ি!]
এই বিষয়ে রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থার বিবৃতি, “হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।” তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।