shono
Advertisement

NRS কাণ্ডের ছায়া, শিলিগুড়িতে খাবারে বিষ মিশিয়ে ১৪টি কুকুরছানাকে ‘খুন’

কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়।
Posted: 11:32 AM Nov 26, 2023Updated: 01:14 PM Nov 26, 2023

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: NRS কাণ্ডের ছায়া। কলকাতার সরকারি হাসপাতালে ১৬টি কুকুরছানাকে নৃশংস হত্যায় নাম জড়ায় দুই নার্সিং ছাত্রীর। সেই ঘটনা নিয়ে হইচই কম হয়নি। প্রায় বছর তিনেক পর আবারও একই ঘটনা। শিলিগুড়ির সুভাষপল্লিতে ১৪টি কুকুরছানাকে ‘খুন’। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয় বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে সম্প্রতি একটি পথকুকুর ১৫টি সন্তানের জন্ম দেয়। স্থানীয় বেশ কয়েকজন তাদের দেখভাল করতেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ঠিকঠাকই ছিল তারা। রাতের দিকে একের পর এক ১০টি পথকুকুরের দেহ পড়ে থাকতে দেখে। বাকি চারটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি সারমেয় সুস্থ রয়েছে।

[আরও পড়ুন: শুভেন্দুর ‘দাদাগিরি’, থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার]

স্থানীয়রাই শিলিগুড়ি থানায় খবর দেয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে। কে বা কারা অমানবিক কাজ করল, তা জানার চেষ্টা চলছে।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: তাজপুর বন্দর হাতছাড়া! এখনও অপেক্ষায় আদানিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার