shono
Advertisement

ভয়ংকর ট্রেন দুর্ঘটনা পাকিস্তানে! ১০টি কামরা লাইনচ্যুত, বহু মৃত্যুর আশঙ্কা

ইতিমধ্যেই অন্তত ৩৩ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে।
Posted: 03:45 PM Aug 06, 2023Updated: 08:58 PM Aug 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ রেল দুর্ঘটনা পাকিস্তানে (Pakistan)। রাওয়ালপিন্ডি-বাউন্ড হাজারা এক্সপ্রেসের ১০টি কামরা লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৩৩ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত ৫০-এরও বেশি। পাক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Advertisement

সাহারা স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। শাহজাদপুর ও নবাবশাহর মধ্যবর্তী ওই স্থানে আচমকাই ট্রেনটির ১০টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনটি পাঞ্জাব থেকে করাচি যাচ্ছিল। আশঙ্কা এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের দ্রুত নবাবশাহর ‘পিপলস মেডিক্যাল হাসপাতালে’ নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। পার্শ্ববর্তী হাসপাতালগুলিতে আপৎকালীন অবস্থার কথা ঘোষণা করেছে প্রশাসন। 

[আরও পড়ুন: দালাল-চিটিংবাজ ঢুকে পড়ছে, দলটাকে বাঁচান! ফেসবুকে লাইভে আরজি মদন মিত্রের]

সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার যে সব ছবি ভাইরাল (Viral) হয়েছে তাতে দেখা যাচ্ছে ঘটনাস্থলে স্থানীয় জনতার ভিড়। তাঁরা দল বেঁধে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। অনেকেই জানলা ভেঙে যাত্রীদের বের করার চেষ্টা করছেন। 

উল্লেখ্য, ২০২১ সালের জুনেও একটি ভয়ংকর রেল দুর্ঘটনার সাক্ষী হয়েছিল পাকিস্তান। সেবার দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ৬৫ জন। আহতের সংখ্যা ছিল ১৫০-রও বেশি।

[আরও পড়ুন: ‘ঘরের দরজা ভাল করে এঁটে রাখো’, ‘বোন’ বলে পরামর্শ দেওয়া রুদ্রনীলের বিরুদ্ধে FIR রাজন্যার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement