shono
Advertisement

লন্ডন ফেরত ১৫ যাত্রীর শরীরে নতুন করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা! চাঞ্চল্য মুম্বইয়ে

গতকালই স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, দেশে এখনও নতুন ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
Posted: 01:49 PM Dec 23, 2020Updated: 01:49 PM Dec 23, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেন যে নতুন করোনা ভাইরাসের হানায় কাঁপছে, সেই অভিযোজিত করোনা কি এবার ভারতেও থাবা বসালো? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই মুম্বইয়ে লন্ডন ফেরত ১৫ জন যাত্রীর শরীরে এই নতুন ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এই ১৫ জনের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুণের ইনস্টিটিউট অফ ভাইরলোজিতে। সেখানে আরও পরীক্ষা নিরীক্ষার পরই অবশ্য এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Advertisement

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম কেন্দ্রের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, মঙ্গলবার সন্ধে পর্যন্ত লন্ডন থেকে মুম্বইয়ে যে ৫৯০ জন যাত্রী নেমেছেন তাঁদের মধ্যে ১৫ জনের শরীরে এই নতুন ধরনের ভাইরাস (Mutant Coronavirus ) থাকার সম্ভাবনা আছে। আপাতত তাঁদের রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে। তারপরই নিশ্চিত হওয়া যাবে, এই রোগীদের শরীরে যে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে, তা নতুন অভিযোজিত স্ট্রেন কিনা। এ প্রসঙ্গে উল্লেখ্য, ভারত ইতিমধ্যেই ব্রিটেন থেকে বিমান আসাযাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। তবে, সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ থেকে। তার আগেই ১৫ জনের শরীরে এই মিউট্যান্ট করোনার হদিশের সম্ভাবনায় আতঙ্ক ছড়িয়েছে বাণিজ্যনগরীতে।

[আরও পড়ুন: আপাতত করোনা ভাইরাসের টিকাকরণ থেকে বাদ শিশু-নাবালকরা, ইঙ্গিত কেন্দ্রের]

যদিও, গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, ‘এখনও পর্যন্ত ভারতে এই নতুন ধরনের ভাইরাসটির দেখা মেলেনি।’ বস্তুত, কেন্দ্র নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ না হওয়ার দাবি করলেও গত দু’দিনে লন্ডন থেকে ভারতে আসা ২০ জন যাত্রী যে সাধারণ করোনার কবলে পড়েছেন সেকথা স্বীকার করে নিয়েছে। সুত্রের খবর, গত দু’দিনে অন্তত ২০ জন ব্রিটেনফেরত যাত্রী ও বিমানকর্মীর শরীরে COVID-19 সংক্রমণ ধরা পড়েছে। হিথরো থেকে সরাসরি দিল্লি, অমৃতসর, কলকাতা, আহমেদাবাদ এবং চেন্নাই বিমানবন্দরে নামেন তাঁরা। বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্টের সময়ই তাঁদের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এঁদের প্রত্যেকেরই নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। এঁরা নতুন করোনা বয়ে এনেছেন কিনা নিশ্চিত করতে এঁদের জিনোমের সিকোয়েন্স টেস্ট করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement