shono
Advertisement

Breaking News

বোমা মেরে পর পর ৪৪টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি! বেঙ্গালুরুতে ব্যাপক চাঞ্চল্য

খোদ উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বাড়ির সামনের স্কুলে বোমাতঙ্ক।
Posted: 11:50 AM Dec 01, 2023Updated: 02:49 PM Dec 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর ৪৪টি স্কুলে পর পর বোমাতঙ্ক। স্কুল কর্তৃপক্ষকে ইমেল করে বিস্ফোরণ ঘটানোর হুমকি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের। যার জেরে ব্যাপক চাঞ্চল্য শহরজুড়ে। যদিও পুলিশ বলছে, আতঙ্কের কোনও কারণ নেই।

Advertisement

শুক্রবার সকালে স্কুল খোলার পর পরই বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তের ৪৪টি বেসরকারি স্কুলে ইমেল পৌঁছায়। ওই ইমেলে দাবি করা হয়, সবকটি স্কুলে বোমা রাখা আছে। যে কোনও সময় স্কুলগুলিতে বিস্ফোরণ ঘটতে পারে। স্বাভাবিকভাবেই ওই ইমেল পাওয়ার পর স্কুলগুলিতে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত অভিভাবকেরা দ্রুত ছেলেমেয়েদের ফিরিয়ে আনতে স্কুলে স্কুলে ছুটে যান। আতঙ্ক আরও বাড়ে।

[আরও পড়ুন: বিধায়কের বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কী বলছে তৃণমূল? তরজায় কুণাল-সুকান্ত]

ওই হুমকি ইমেল আবার প্রথমে আসে খোদ রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের (DK Shivkumar) বাড়ির সামনের স্কুলে। তার পর জানা যায় শহরের অন্য প্রান্তে আরও ৪৩টি স্কুলে এই ধরনের ইমেল গিয়েছে। সঙ্গে সঙ্গে আসরে নেমে যায় বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police)। সবকটি স্কুলেই প্রাথমিকভাবে তল্লাশি চালানো হয়েছে। এখনও তল্লাশি অভিযান চলছে।

[আরও পড়ুন: রোগ সারিয়ে দেবে বিশেষ জল! স্রেফ কুসংস্কারের বশে হিলির শিবিরে মানুষের ঢল]

বেঙ্গালুরু পুলিশ জানাচ্ছে, কোনও স্কুলে কোনও ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। এটা আসলে ভুয়ো হুমকি মেল। গত বছরও এই ধরনের ইমেল এসেছিল। তবে এই ইমেলগুলিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব স্কুলেই তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিভাবকদের উদ্দেশে বেঙ্গালুরু পুলিশের আশ্বাস, এই ধরনের হুমকিতে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কে বা কারা এই ধরনের ইমেল পাঠাচ্ছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement