সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ বছর আগে এই দিনেই ১০২ মিনিটের ঘটনা বদলে দিয়ে ছিল গোটা আমেরিকার মানচিত্র৷ নাড়িয়ে দিয়েছিল বিশ্বের আর্থ-সামাজিক ভিত৷ জঙ্গি হামলায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল প্রায় তিন হাজার প্রাণ৷ সেই ভয়ংকর দিনের কথা আজও চোখের জলে স্মরণ করে বিশ্ববাসী৷ দিন বদলেছে৷ শুধু বদলায়নি জঙ্গিদের ধ্বংসাত্মক মনোভাব৷
৯/১১ হামলার আরও এক বর্ষপূর্তিতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছে ঠিক তখন এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিল আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি৷ আমেরিকার বুকে ফের সন্ত্রাসবাদী হামলা হতে পারে৷ আর তা অভিশপ্ত ৯/১১-র মতো হলেও অবাক হওয়ার কিছু নেই৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনকে ফের এমনই সন্ত্রাসবাদী হামলার হুমকি দেওয়া হল৷ আল কায়দা প্রধান জানিয়েছে, ৯/১১ হামলা আমেরিকার বুকে হাজার বার হবে৷ জঙ্গি হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে একেবারে ভেঙে গিয়েছে, সে জন্য আমেরিকারকেই দায়ী করেছে আল কায়দা প্রধান৷ সন্ত্রাসবাদী গোষ্ঠীর উপর আমেরিকার হস্তক্ষেপের পরিণতির ফলই ওই হামলা বলে ভিডিও বার্তায় উল্লেখ করেছে জাওয়াহিরি৷ আল কায়দার প্রধান বলেছে, “আমাদের উপর তোমাদের অপরাধেরই মাশুল ওই হামলা৷”
এই ভিডিও বার্তা স্যোশাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরই আমেরিকা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ অভিশপ্ত ওই দিনে যে কোনও ধরনের জঙ্গি হামলা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে বিশাল পরিমাণ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ এদিকে, ৯/১১ হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
The post আমেরিকায় ৯/১১-র আদলে ফের হামলার হুঁশিয়ারি আল কায়দার appeared first on Sangbad Pratidin.