shono
Advertisement
Red Fort

নারীশক্তির জয়গান, ১৫ অগাস্ট লালকেল্লায় সম্মানিত হবেন ১৫০ মহিলা পঞ্চায়েত প্রধান

বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে যাদুঘর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
Published By: Amit Kumar DasPosted: 05:17 PM Aug 05, 2024Updated: 05:17 PM Aug 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৭ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে নারী ক্ষমতায়নের বার্তা দিতে চলেছে মোদি ৩.০ সরকার। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। সারা দেশ থেকে ১৫০ জন মহিলা পঞ্চায়েত প্রধানকে সম্মানিত করতে চলেছে কেন্দ্র। পাশাপাশি লালকেল্লায় সম্মান জানানো হবে পঞ্চায়েতের ২৭৪ জন মহিলা প্রতিনিধিকে। কারা কারা উপস্থিত থাকতে চলেছেন বিশেষ এই অনুষ্ঠানে তার তালিকা প্রস্তুত করে ফেলেছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক।

Advertisement

নারী ক্ষমতায়নের গুরুত্ব বুঝে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমেছে মোদি সরকার। পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যেতে একাধিক জাতীয় কর্মসূচির আয়োজনের পাশাপাশি আনা হয়েছে বহু সামাজিক প্রকল্প। রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের আধিপত্য বাড়িতে তুলতে আনা হয়েছে নয়া আইন। এমনকী কেন্দ্রীয় সরকারের প্রচারের মুখ হিসেবে তুলে আনা হয়েছে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত একাধিক মহিলাকে। সেই পথে হেঁটেই এবার ১৫ অগাস্ট লালকেল্লায় জায়গা পেতে চলেছেন দেশের প্রত্যন্ত গ্রামের মহিলা প্রতিনিধিরা।

[আরও পড়ুন: গাড়ি ছুঁল ওভারহেডের তার, বিহারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ৯ কানোয়ার যাত্রী]

মহিলা পঞ্চায়েত প্রধানদের লালকেল্লার বিশেষ মঞ্চে জায়গা দিতে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে আগেই চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক। চিঠিতে মহিলা পঞ্চায়েত প্রধানদের নাম বাছায়ের জন্য কিছু মাপকাঠিও দিয়ে দেওয়া হয়। বলা হয়, তাঁদের তালিকা পাঠাতে হবে যারা কেন্দ্র বা রাজ্যে পুরস্কৃত। অথবা নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষার মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছেন এমন মহিলা প্রধানদের। এছাড়াও স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যারাও জায়গা পেতে পারেন এই তালিকায়। সেই মানদণ্ড অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যগুলির তরফে তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রককে। সেখান থেকে কেন্দ্রের তরফে বেছে নেওয়া মহিলাদের।

[আরও পড়ুন: অভিবাসী-বিরোধী বিক্ষোভে জ্বলছে ব্রিটেন, কড়া বার্তা প্রধানমন্ত্রীর]

কেন্দ্রীয় সূত্রে জানা যাচ্ছে, সারা দেশ থেকে ১৫০ জন মহিলা পঞ্চায়েত প্রধান, গ্রাম পঞ্চায়েত সভাপতি, ব্লক পঞ্চায়েত সভাপতি, জেলা পঞ্চায়েত সভাপতি সহ মোট ২৭৪ জন আমন্ত্রিত হচ্ছেন লালকেল্লার অনুষ্ঠানে। ১৪ অগাস্ট সকাল ১০টায় কেন্দ্রের আয়োজিত 'পঞ্চায়েতি রাজে নারী নেতৃত্ব' শীর্ষক একটি কর্মশালায় যোগ দেবেন তাঁরা। এর পর বিকেলে এই বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে যাদুঘর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এর পর সন্ধ্যায় কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের তরফে সম্মানিত করা হবে তাঁদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৭৭ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে নারী ক্ষমতায়নের বার্তা দিতে চলেছে মোদি ৩.০ সরকার।
  • সারা দেশ থেকে ১৫০ জন মহিলা পঞ্চায়েত প্রধানকে সম্মানিত করতে চলেছে কেন্দ্র।
  • পাশাপাশি লালকেল্লায় সম্মান জানানো হবে পঞ্চায়েতের ২৭৪ জন মহিলা প্রতিনিধিকে।
Advertisement