shono
Advertisement

পুরুষ শরীরে নারী অঙ্গ, তাজ্জব চিকিৎসকমহল

এর আগে বিশ্বে ন’টি এমন বিরল নজির রয়েছে! The post পুরুষ শরীরে নারী অঙ্গ, তাজ্জব চিকিৎসকমহল appeared first on Sangbad Pratidin.
Posted: 10:25 AM Oct 22, 2016Updated: 03:19 PM Jan 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক বছর ধরে মূত্রাশয়ের সমস্যায় ভুগছিল ১৬ বছরের কিশোর৷ একাধিক চিকিৎসক পরীক্ষা করেও কোনও সুষ্ঠু সমাধান করতে পারেননি৷ শেষে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে যোগাযোগ করে কিশোরের পরিবার৷ প্রাথমিক পরীক্ষার পর সিদ্ধান্ত হয় অস্ত্রোপচারের৷ কিন্তু, অপারেশন শুরু করতে গিয়েই তাজ্জব চিকিৎসকরা৷ কলকাতা নিবাসী ওই ১৬ বছরের কিশোরের শরীরে একাধিক নারী অঙ্গ!
গত জুন-আগস্টের মাঝামাঝি সময়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসাপাতালের ঘটনা সম্প্রতি সংবাদ শিরোনামে এসেছে৷ চিকিৎসক মোহন কেশবমূর্তি এবং এস. তাবরাজ জানান, “অপারেশন শুরু করতে গিয়ে এই বিরল ঘটনার সাক্ষী হই আমরা৷ পরে আমেরিকার এক চিকিৎসকদলের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়৷ এর আগে বিশ্বে ন’টি এমন বিরল নজির রয়েছে৷”

Advertisement

The post পুরুষ শরীরে নারী অঙ্গ, তাজ্জব চিকিৎসকমহল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার