সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ভেঙে পড়ল একটি সেনা বিমান। ঘটনায় এপর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। মঙ্গলবার ভোরে পাক সেনার হেডকোয়ার্টারস রাওয়ালপিণ্ডির একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে ট্রেনার বিমানটি।
[আরও পড়ুন: মার্কিন চোখ রাঙানিকে থোড়াই কেয়ার, এবার আর-২৭ মিসাইল কিনল ভারত]
পাক সেনা সূত্রে খবর, রাওয়ালপিণ্ডির একটি জনবহুল এলাকার বহুতলের উপর ভেঙে পড়ে বিমানটি। প্রচণ্ড বিস্ফোরণে আগুন লেগে যায় বাড়িটিতে। ওই দুর্ঘটনায় বিমানটির ৫ যাত্রী-সহ ১২ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আঘাতপ্রাপ্তদের অনেকেরই অবস্থা সংকটজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাওয়ালপিণ্ডি হল পাকিস্তান সেনার প্রধান ঘাঁটি৷ রাজধানী ইসলামাবাদের অদূরেই৷ পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের আগুন ছড়িয়ে পড়ে বেশ কিছু বিল্ডিংয়েও৷ বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি৷ পাক সেনা ও সাধারণ মানুষ উদ্ধারকাজ চালাচ্ছে৷ আগুন নেভানোর জন্য দমকল চেষ্টা করছে বলে জানিয়েছে পাক সেনার জনসংযোগ বিভাগ৷
আপৎকালীন পরিষেবার শীর্ষ আধিকারিক ফারুক বাট জানান, ঘটনায় বেশ কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সমস্ত মৃতদেহ সরিয়ে ফেলা হয়েছে। আহতদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটির ধাক্কায় বহুতলটিতে আগুন ছড়িয়ে পড়ে। পাক সেনা জানিয়েছে, রাওয়ালপিণ্ডি শহরের বাইরে মোরা কালু গ্রামের কাছাকাছি আসতেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের। তার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার খবর পাওয়া যায়। এদিকে, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পাক সেনা। কেন ভেঙে পড়ল বিমানটি? তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশেষজ্ঞ দল।
[আরও পড়ুন: কাশ্মীরে মসজিদ কত রয়েছে, কারা চালাচ্ছে? তথ্য চাইল কেন্দ্র]
The post জনবহুল এলাকায় আছড়ে পড়ল পাক সেনার বিমান, মৃত অন্তত ১৭ appeared first on Sangbad Pratidin.