shono
Advertisement
Doctor

বিনা অনুমতিতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা! স্বাস্থ্যভবনের নজরে ১৭ 'নন প্র্যাকটিসিং' চিকিৎসক

আগামী ১২ ফেব্রুয়ারি তাঁদের তলব করেছে স্বাস্থ্যভবনের তদন্ত কমিটি।
Published By: Sayani SenPosted: 12:53 AM Feb 07, 2025Updated: 12:53 AM Feb 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার শাস্তির কোপে পড়তে পারেন রাজ্যের ১৭ জন চিকিৎসক। নন প্র্যাকটিসিং পোস্টে কর্মরত ওই চিকিৎসকেরা সরকারি নিয়ম না মেনে বিনা অনুমতিতে বেসরকারি জায়গায় চিকিৎসা করেন বলেই অভিযোগ। আগামী ১২ ফেব্রুয়ারি তাঁদের তলব করেছে স্বাস্থ্যভবনের তদন্ত কমিটি।

Advertisement

ওই ১৭ জন চিকিৎসকদের মধ্যে কেউ পূর্ব মেদিনীপুরের। আবার কেউবা পশ্চিম মেদিনীপুর কিংবা নদিয়ার। ওই চিকিৎসকেরা হলেন, প্রণয় ঘোষ, সায়ন হাজরা, শৈবাল মাইতি, সন্দীপ কুমার প্রামাণিক, সুপ্রতীম গিরি, অমিত কুমার হালদার, শিবশংকর দে, ভজনচন্দ্র সরকার, শরবিন্দু মণ্ডল, দীপঙ্কর প্রধান, দিলীপ কুমার বেরা, আশুতোষ মাল, সমিউল্লা লস্কর, তপন কুমার খাটুয়া, সৌমিক সাহা, দেবদ্যুতি মহাপাত্র, সুশোভন মণ্ডল।

অভিযোগ, কোনও অনুমতি না নিয়ে স্বাস্থ্যসাথীর অধীনে দীর্ঘদিন ধরে বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করছেন তাঁরা। অথচ তাঁরা নন প্র্যাকটিসিং পোস্টে কর্মরত। তা সত্ত্বেও কোনও সরকারি অনুমতি ওই চিকিৎসকেরা নেননি বলেই অভিযোগ। আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর দুটো নাগাদ স্বাস্থ্যভবনের তদন্ত কমিটি তলব করেছে ওই ১৭ জন চিকিৎসককে। ওইদিন বেশ কিছু নথিপত্র সঙ্গে আনতে হবে তাঁদের। সেগুলি হল - বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার আগে কোনও অনুমতি নিয়েছেন কিনা, যে হাসপাতালে বর্তমানে কর্মরত সেখানে কত বেতন পান সে সংক্রান্ত কাগজপত্র সঙ্গে রাখতে হবে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির কোপে পড়তে পারেন ওই ১৭ জন চিকিৎসক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিনা অনুমতিতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা!
  • স্বাস্থ্যভবনের নজরে ১৭ জন 'নন প্র্যাকটিসিং' চিকিৎসক।
  • আগামী ১২ ফেব্রুয়ারি তাঁদের তলব করেছে স্বাস্থ্যভবনের তদন্ত কমিটি।
Advertisement