shono
Advertisement

রাজ্যে একদিনেই বজ্রপাতে মৃত্যু ১৭ জনের, সপ্তাহজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায়

কী জানাচ্ছে হাওয়া অফিস?
Posted: 09:36 AM Apr 28, 2023Updated: 09:36 AM Apr 28, 2023

নিরুফা খাতুন: বৃহস্পতিবারের বৃষ্টির জেরে তীব্র গরম থেকে মুক্তি মিলেছে ঠিকই কিন্তু ক্ষতি হয়েছে বহু মানুষের। এদিনের ঝড়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। ক্ষতি হয়েছে প্রচুর ফসলের। আবহাওয়াদপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষ কয়েকটা দিন রাজ্যজুড়ে জারি থাকবে ঝৃ-বৃষ্টি।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবার বৃষ্টি সম্ভাবনা খানিকটা কম। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই।

ফাইল ছবি।

[আরও পড়ুন: টাকা দিয়েও মেলেনি চাকরি, নিয়োগ না পেয়ে প্রতারকের মা’কে অপহরণ চাকরিপ্রার্থীদের]

উত্তরবঙ্গে আগামিকাল অর্থাৎ শনিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকার জেলাগুলিতে তুলনামূলক বেশি হবে বৃষ্টি। রবিবার উত্তরবঙ্গ জুড়েই ঝড় ও বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সোমবারও উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচজেলায় ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।

[আরও পড়ুন: ফের চোখ রাঙাচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত আড়াইশোর বেশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement