সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় অনেকটা কমল রাজ্যের করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। মৃত্যু হল একজনের। পরীক্ষা কমতেই কমেছে পজিটিভিটি রেটও। তবে উৎসবের মরসুমের আগে বাংলায় করোনা সংক্রমিতের দৈনিক গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে চিকিৎসকরা।
স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ১৭৫ জন। সোমবার যা ছিল ২৭০। এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১,০২,৯৩২। একদিনে মৃত্যু হয়েছে একজনের। তিনি দার্জিলিংয়ের বাসিন্দা। মৃত্যুহার ১.০২ শতাংশ। করোনা রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ৪২৩।
[আরও পড়ুন: পশ্চিমবঙ্গে টাকা না দিলে চাকরি মেলে না: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়]
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে ৬০ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ৫১ জন সংক্রমিত হওয়ায় দ্বিতীয় স্থানে উত্তর কলকাতা। আগেরদিনের তুলনায় অনেকটাই কমেছে ওই জেলার সংক্রমণ। দৈনিক আক্রান্তের নিরিখে তারপরই রয়েছে পশ্চিম বর্ধমান। সেখানে আক্রান্ত ১১ জন। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ১০ জন। হুগলি, হাওড়া, বীরভূম, নদিয়া-সহ ১৩ জেলায় দৈনিক সংক্রমণ ১০ এর নিচে। ঝাড়গ্রাম, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুরে সংক্রমিতের সংখ্যা শূন্য।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৩১ জন। শতকরা হিসেবে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ২০,৭৬,৬৬৭ জন। এই মুহূর্তে পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ৩.৪৮ শতাংশ। সোমবার পজিটিভিটি রেটও ছিল ৫ শতাংশের নিচে।