shono
Advertisement
China

প্রবল বৃষ্টিতে চিনে ধসে গেল হাইওয়ে! মৃত অন্তত ১৯, আহত বহু

অন্তত ১৮টি গাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়।
Posted: 06:19 PM May 01, 2024Updated: 06:19 PM May 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন ধরেই ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত চিন। এবার প্রবল বর্ষণের জেরে সেদেশের একটি হাইওয়ের বেশ কিছু অংশ ধসে গিয়ে প্রাণ হারালেন অন্তত ১৯ জন। আহত বহু। 

Advertisement

এএনআই সূত্রে খবর, বুধবার নাগাদ চিনের (China) গুয়াংডং প্রদেশের মেইঝো শহরের একটি হাইওয়ের প্রায় ১৮ মিটার অংশ ধসে যায়। অন্তত ১৮টি গাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। ফলে সেখানে বহু মানুষ ভাঙা অংশের নিচে আটকে যান। এই বিপত্তির খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। 

[আরও পড়ুন: প্রতিবাদ হলে অনুদান বন্ধ! বিশ্ববিদ্যালয়ে ‘ইহুদিবিদ্বেষ’ দমাতে তদন্তে মার্কিন কংগ্রেস]

বিবৃতি প্রকাশ করে মেইঝো শহরের প্রশাসন এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পাশাপাশি ৩০ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। উদ্ধারকারীরা সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। চিকিৎসা চলছে তাঁদের। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, সেই সময় হাইওয়েতে ভালো যান চলাচল ছিল। হঠাৎই বিকট শব্দ হয়ে রাস্তায় ফাটল দেখা যায়। তার পরই বড় একটা অংশ ধসে পড়ে।

উল্লেখ্য, গত কয়েক দিনে ধরে চিনে প্রবল বৃষ্টি হচ্ছে। যার ফলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। তবে সেই সঙ্গেই জোরকদমে উদ্ধারকাজ চালানোর ফলে অনেককেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এর মাঝেই গত ২৮ এপ্রিল ভয়ংকর টর্নেডো আঘাত হানে গুয়াংঝাউ শহরে।

[আরও পড়ুন: ‘হামাসের সঙ্গে চুক্তি হোক না হোক, রাফায় আমরা ঢুকবোই’, ফের হুঙ্কার নেতানিয়াহুর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার নাগাদ চিনের গুয়াংডং প্রদেশের মেইঝো শহরের একটি হাইওয়ের প্রায় ১৮ মিটার অংশ ধসে যায়।
  • অন্তত ১৮টি গাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। ফলে সেখানে বহু মানুষ ভাঙা অংশের নিচে আটকে যান।
  • এই বিপত্তির খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। 
Advertisement