সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী ছিল রাজ্যের কোভিডগ্রাফ (COVID-19)। তবে গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল সংক্রমণ। নেই মৃত্যুও। আবার একদিনে সুস্থও হয়েছেন সংক্রমিতের চেয়ে অনেকটা বেশি। সবমিলিয়ে স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৯ জনের শরীরে করোনা (Corona Virus) সংক্রমণ হদিশ পাওয়া গিয়েছে। ফলে বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৮ হাজার ৩১। এখনও পর্যন্ত ভাইরাস মোট ২১ হাজার ২০১ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
[আরও পড়ুন: এবার ‘বেসুরো’ অর্জুন সিং, কেন্দ্রীয় মন্ত্রীকে তোপ দেগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনে নামার হুঁশিয়ারি]
করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে দৈনিক সুস্থতায় কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ৩৫ জন সুস্থ হয়েছেন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৬ হাজার ৫৮১ জন। সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ।
২০২০ সালের শুরু থেকেই করোনায় থাবায় ত্রস্ত গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাও। করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছিল রাজ্য ও কেন্দ্র সরকার। সংক্রমণ রুখতে করোনা পরীক্ষায় জোর দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সংক্রমণ নিম্নমুখী হলেও পরীক্ষাতে হেলাফেলা করতে রাজি নয় রাজ্য সরকার। তাই প্রতিদিনই জোরকদমে চলছে দৈনিক করোনা পরীক্ষা। তবে আমজনতার মধ্যে টেস্টিংয়ের আগ্রহ কমেছে কিছুটা। একদিনে ৫ হাজার ৭২৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট (Positivity Rate) ০.৩৩ শতাংশ।
করোনা মোকাবিলায় টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে ১০ হাজার ৩৯৬ ডোজ ভ্যাকসিন (COVID-19 Vaccination) দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়াও শুরু হয়েছে। বর্তমানে ১৮ ঊর্ধ্ব সকলেই নিতে পারেন প্রিকশন ডোজ। সোমবার পর্যন্ত ২৩ লক্ষ ৮৩ হাজার ২০২টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।