সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মরশুমে চিন্তা বাড়িয়েছিল বাংলার শুক্রবারের করোনা (Coronavirus Update) সংক্রমণ। একদিনে আড়াই শো ছাড়িয়েছিল বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে সামান্য স্বস্তি দিল শনিবারের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা দু’শোর নিচে।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৯৩ জন রাজ্যবাসীর শরীরে বাসা বেঁধেছে করোনা (Covid-19)। এখনও পর্যন্ত মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৭ হাজার ৭০৭ জন। ভাইরাসের থাবার প্রাণ হারিয়েছেন ২ জন। তার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৪৭২ জন। মৃত্যুহার ১.০২ শতাংশ।
[আরও পড়ুন: ‘অডিও প্রকাশ করুক, প্রস্তুত আছি’, বিনয় মিশ্রের সঙ্গে যোগাযোগ নিয়ে অভিষেককে পালটা শুভেন্দুর]
পরপর দু’দিন কমেছে রাজ্যে করোনাজয়ীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়েছে ২৮৩ জন। এখনও পর্যন্ত ভাইরাসকে হারিয়েছে ২০ লক্ষ ৮৩ হাজার ৯৬৩ জন। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।
করোনার বাড়বাড়ন্তের মাঝে সামান্য কমল নমুনা পরীক্ষার সংখ্যা। এদিন ৮ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার ৯৯২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.৩১ শতাংশ। করোনা মোকাবিলায় জোর দেওয়া হচ্ছে টিকাকরণেও। এদিন ১ লক্ষ ৩৮ হাজার ৭২৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৪০ লক্ষ ৩৬ হাজার ৫৫৫।
[আরও পড়ুন: দ্রুতগতিতে এগোচ্ছে দেশ, ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম স্থানে ভারতের অর্থনীতি]
সামনেই পুজো। তার আগে করোনার ঊর্ধ্বমুখী প্রায় কপালের চিন্তার ভাঁজ যে চওড়া করছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই পরিস্থিতিতে সামান্য অসাবধানতা বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে।