সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনার (Coronavirus) দাপট জারি থাকলেও খানিকটা স্বস্তিতে বাংলা। গত কয়েকদিন ধরেই নিম্নমুখী বঙ্গের কোভিড গ্রাফ। দীর্ঘদিন পর গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিতের সংখ্যা দু হাজারেরও কম। বছর শেষের আগে যা নিঃসন্দেহে আশার আলো দেখাতে শুরু করেছে আমজনতাকে।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১, ৯৭৮ জন। তাঁদের মধ্যে ৪৬৮ জনই কলকাতার। অর্থাৎ বাংলার কোভিড গ্রাফ নিম্নমুখী হলেও দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানকার ৪২৭ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে নতুন করে সংক্রমিত ১১৩ জন। চতুর্থে উঠে এসেছে নদিয়া। গত ২৪ ঘণ্টায় সেখানকার ১০৩ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এছাড়াও রাজ্যের সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৩৬, ৮২৯। তথ্য অনুযায়ী, একদিন করোনা প্রাণ কেড়েছে বাংলার ৪০ জনের। তাঁদের মধ্যে ১৫ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ সংক্রমিতের হার নিম্নমুখী হলেও, এই জেলার মৃত্যুর সংখ্যা জারি রাখছে উদ্বেগ। তবে উল্লেখ্যযোগ্যভাবে মৃত্যু হার কমেছে তিলোত্তমায়। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন কলকাতার ৫ জন। দৈনিক মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে নদিয়া। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯, ৩৬০।
[আরও পড়ুন: ‘দাঙ্গাকারীরা শান্তিনিকেতনে কেন?’, অমিত শাহর সফরের বিরোধিতায় সোনাঝুরিতে বিক্ষোভ]
গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করেছেন বাংলার মোট ২, ৬২৭ জন। তাঁদের মধ্যে ৬৩৪ জনই কলকাতার। অর্থাৎ সুস্থতার নিরিখেও প্রথম স্থানে তিলোত্তমা। দ্বিতীয়ে উত্তর ২৪ পরগনা। এই একদিনে নমুনা পরীক্ষা হয়েছে মোট ৪০, ২৪৩ জনের। এখনও পর্যন্ত মোট কোভিড টেস্ট হয়েছে ৬৭, ০৬, ৩২০ জনের।