shono
Advertisement

পাওনা টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার তরুণী, ধৃত ২ অভিযুক্ত

অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাজকুমার কর্মকার। The post পাওনা টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার তরুণী, ধৃত ২ অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 05:21 PM Apr 12, 2019Updated: 05:47 PM Apr 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পাওনা টাকা চাইতে গিয়ে মারধর ও শ্লীলতাহানির শিকার এক তরুণী। চাঞ্চল্যকর ঘটনা নিউ গড়িয়ার পঞ্চসায়র এলাকায়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পঞ্চসায়র থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে এক অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুনবিপুল অঙ্কের নগদ-সহ শহরে ধৃত ১, বড় চক্রের সঙ্গে যুক্ত থাকার অনুমান]

খাস কলকাতার বুকে ফের নিগ্রহের শিকার এক তরুণী। সূত্রের খবর, নিগৃহীত তরুণী পঞ্চসায়রের নেপাল পল্লি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, কিছুদিন আগে ওই এলাকারই নয়াবাদ চত্বরে একটি বাড়ি কেনার কথা চলছিল ওই তরুণীর পরিবারের। কথা পাকা হয়ে গেলে রাজকুমার কর্মকার নামে ওই বাড়ির মালিককে অগ্রিম কিছু টাকাও দেওয়া হয় বলে দাবি নিগৃহীতা তরুণীর। অভিযোগ, টাকা লেনদেনের পর দীর্ঘদিন কেটে গেলেও বাড়ি ছাড়ছিলেন  না রাজকুমার কর্মকার। এ নিয়ে একাধিকবার ওই ব্যক্তির সঙ্গে কথাও বলেন তরুণীর পরিবারের সদস্যরা। অভিযোগ, বিভিন্ন অছিলায় বাড়ি হস্তান্তরে টালবাহানা করছিলেন ওই ব্যক্তি। এরপর বৃহস্পতিবার রাতে অগ্রিমের টাকা ফেরত চাইতে রাজকুমারবাবুর বাড়িতে যান ওই তরুণী ও তাঁর ভাই।  সেইসময় টাকা দিতে অস্বীকার করেন ওই ব্যক্তি। তরুণীর অভিযোগ, সেইসময় তরুণী ও তাঁর ভাইকে বেধড়ক মারধর করেন রাজকুমার ও তাঁর পরিবারের সদস্যরা। সেইসঙ্গে তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

[আরও পড়ুন: পাভলভে রোগীকে পিটিয়ে ‘খুন’, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি]

গোটা বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার রাতে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করে নিগৃহীতার পরিবার। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণী ও তাঁর পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। উলটে তাঁর অভিযোগ, ওই তরুণী ও তাঁর ভাইই আগেভাগে ধৃতের সঙ্গে অশালীন আচরণ করেছে। ঘটনার তদন্তের পরই আসল বিষয়টি স্পষ্ট হবে, জানিয়েছেন পঞ্চসায়র থানার তদন্তকারী আধিকারিকরা। ঘটনার পর থেকে আতঙ্কে ওই তরুণী৷      

The post পাওনা টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার তরুণী, ধৃত ২ অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement