সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজিরবিহীন দুর্ঘটনা। মহারাষ্ট্রের নাসিকে ভারতীয় সেনার প্রশিক্ষণ শিবিরে ভয়ঙ্কর বিস্ফোরণ। মৃত্যু হল দুই অগ্নিবীর জওয়ানের। শুক্রবার নাসিক পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ শিবির চলছিল। সেখানেই আচমকা কামানের গোলায় বিস্ফোরণ ঘটে যায়। তাতেই মৃত্যু হয়েছে ওই দুই জওয়ানের।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ নাসিক রোডের কাছে দেবলালী ক্যাম্প লস্কর এলাকায় ফায়ার রেঞ্জ আর্টিলারিতে ভারতীয় শিল্ড গান ফিল্ডে প্রশিক্ষণ নিচ্ছিলেন অগ্নিবীর জওয়ানেরা। দুই জওয়ানকে কামানের গোলা লোড করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। সেই সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে যায় একটি গোলায়। তাতেই মৃত্যু হয়েছে ওই দুই জওয়ানের।
দুই অগ্নিবীর জওয়ান বিস্ফোরণে গুরুতর আহত হলে দ্রুত তাঁদের দেওলালীর এম এইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানকার চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুই অগ্নিবীরের। হাবিলদার অজিত কুমারের অভিযোগের ভিত্তিতে দুর্ঘটনায় মৃত্যুর একটি মামলা দায়ের করেছে দেওলালী পুলিশ ক্যাম্প। ঠিক কীভাবে মৃত্যু হল দুই জওয়ানের তার তদন্ত শুরু করেছে পুলিশ।