সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রোগীমৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল। এক চিকিৎসককে নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। গতকাল বুধবার রাতে এক রোগীমৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল হাসপাতাল চত্বর।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তলপেটে টিউমার নিয়ে ভর্তি হয়েছিলেন রোহিনী তারুন্যম নামে এক ১৯ বছরের তরুণী। বুধবার রাতে ওই রোগীর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতিতেই রোগীর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিকী সেসময় হাসপাতালেই ছিলেন। তিনি সেই বিক্ষোভের মধ্যে পড়ে যান। চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চাইছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসককে হেনস্তায় করা হয় বলে অভিযোগ। চিকিৎসককে রক্ষা করতে হাসপাতালের অন্য কর্মীরা ছুটে যান। তাঁদের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল ধস্তাধস্তি চলে। দু'তরফের মধ্যে চলে চরম উত্তপ্ত বাক্য বিনিময়। এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায় বলে খবর। যদিও তার সত্যতা বিচার করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এই ঘটনায় হাসপাতালের রোগী ও আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছটিয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়েই তড়িঘড়ি ডায়মন্ড হারবার থানার আইসি ও এসডিপিও বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধার করা হয় হেনস্থা হওয়া ওই চিকিৎসককে। মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার উৎপল দাঁ জানিয়েছেন, এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ জানায়। হাসপাতালের ভিতরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুনকুমার দে জানিয়েছেন, ফোন পাওয়া মাত্রই পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় ওই চিকিৎসককে। চিকিৎসক নিগ্রহের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়।