নিরুফা খাতুন: সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র! পুলিশের তৎপরতায় হাজতে ২। হাসপাতালে রোগী ভর্তির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ। অভিযোগ পাওয়া মাত্র সোমবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ। অভিযোগ, এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলত তারা।
ভবানীপুর থানা সূত্রে খবর, ধৃতরা হল আশিস সাহা এবং আনোয়ার শেখ। আশিস কলকাতার কালীঘাটের বাসিন্দা। তবে আনোয়ার শেখ মুর্শিদাবাদের ফরাক্কার হাসনগড়ের বাসিন্দা। এসএসকেএম হাসপাতাল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, শহরের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে দেওয়ার নাম করে রোগীর পরিবারের কাছ থেকে টাকা তুলত তারা। পুলিশের কাছে খবর গিয়েছিল দিন কয়েক আগে। তারপর থেকে তক্কে তক্কে ছিল তারা। অবশেষে সোমবার দুজনকে গ্রেপ্তার করে ভবানীপুর থানা।
একাধিকবার অভিযোগ উঠেছে, রোগী ভর্তি বা অন্য কোনও স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য টাকা তুলতে সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র। গ্রাম থেকে আসা অসহায় পরিবারগুলিকে টার্গেট করে তারা। এই দুষ্ট চক্র ভাঙতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চক্র ভাঙতে সক্রিয় হয়েছে পুলিশও। হাতেনাতে যার সুফল মিলল এসএসকেএম হাসপাতালে।