shono
Advertisement

জল্পনাই সত্যি, তৃণমূলে যোগ দিলেন অর্জুনের আত্মীয় সুনীল সিং ও সৌরভ সিং

শনিবার বিজেপি ছাড়েন অর্জুন সিংয়ের পরিবারের তিনজন।
Posted: 02:01 PM Feb 13, 2022Updated: 08:14 PM Feb 13, 2022

অর্ণব দাস, বারাকপুর: জল্পনায় সিলমোহর। তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) ভগ্নিপতি সুনীল সিং, ভাইপো সৌরভ সিং ও আদিত্য সিং। রবিবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mullick) উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন তাঁরা।

Advertisement

বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির অন্দরে ভাঙন চলছে। পুরভোটের আগেও পরিস্থিতি বদলায়নি। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিং-সহ পরিবারের বেশ কয়েকজন। দিনকয়েক আগে তাঁকে নিরাপত্তাও দিতে চেয়েছিল রাজ্য সরকার। যদিও সেই সময় তিনি নিরাপত্তা ফিরিয়ে দেন বলেই শোনা যায়। আসন্ন পুরভোটে গারুলিয়ায় বিজেপি প্রার্থী ছিলেন তিনি। শনিবার প্রার্থীপদও প্রত্যাহার করেন সুনীল সিং (Sunil Singh)। বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি টানেন। 

[আরও পড়ুন: আরও প্রকট দ্বন্দ্ব? দিলীপের উপস্থিতিতে খড়গপুরে বিজেপির ইস্তাহার প্রকাশে গরহাজির হিরণ]

একা সুনীল সিংই নন, শনিবার তাঁর ছেলে আদিত্য সিংও বিজেপি ছাড়েন। অর্জুন সিংয়ের ভাইপো সৌরভের সিদ্ধান্তও একই। তিনি এবার ভাটপাড়া পুরসভায় বিধায়ক পদে নির্বাচনের টিকিটও পেয়েছিলেন। তবে শেষ মুহূর্তে প্রার্থীপদ প্রত্যাহার করেন সৌরভও। এই দলত্যাগ স্বাভাবিকভাবেই এই তিনজনের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। কানাঘুষো শুরু হয়, যে কোনও মুহূর্তে তৃণমূলে যোগ দেবেন তাঁরা। কারণ, দল ছাড়ার কারণ হিসেবে তাঁদের দাবি ছিল, বিজেপিতে যোগ্য সম্মান মেলেনি। আত্মসম্মান রক্ষার তাগিদেই দলবদল। তবে শনিবার তৃণমূলে যোগ নিয়ে কোনও প্রতিক্রিয়াই দেননি অর্জুন সিংয়ের আত্মীয়রা।

দলত্যাগের ২৪ ঘণ্টা পেরনোর আগেই তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিং, তাঁর ছেলে আদিত্য ও অর্জুনের ভাইপো সৌরভ। রবিবার দুপুরে জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তাঁরা। এরপরই জানিয়েছেন, দলের নির্দেশ মতোই কাজ করবেন তাঁরা। সুনীল সিং বলেন, “আমি তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছিলাম। বিজেপিতে গিয়েছিলাম কিন্তু সেখানে শান্তিতে ছিলাম না। তাই মূল স্রোতে ফিরে এলাম।” খোদ অর্জুন সিংয়ের পরিবারের সদস্যদের তৃণমূলে যোগ বিজেপির জন্য বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: মাত্র ১০ দিনের ব্যবধান, ফের বেলুড়ে রেলের ঝিলে মিলল মহিলার দেহ, বাড়ছে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার