রঞ্জন মহাপাত্র, কাঁথি: শুভেন্দুর খাসতালুকে অস্বস্তিতে বিজেপি। হাতছাড়া হতে চলেছে ভগবানপুরের এক পঞ্চায়েত। সোমবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ২ পঞ্চায়েত সদস্য। ফলে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেল ঘাসফুল শিবির। এবার পঞ্চায়েতের হাতবদল হওয়া সময়ের অপেক্ষা।
আজ, সোমবার তৃণমূলে যোগ দেন মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য জয়দেব বেরা,কাকলি বেরা। তৃণমূল কার্যালয়ে তাদের পতাকা হাতে তুলে নেন এই দুই সদস্য। এতদিন ভগবানপুর ২ ব্লকের মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। কিন্তু দুইজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় সংখ্যাগরিষ্ঠতা পেল জোড়াফুল শিবির। ফলে পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির। দুই পঞ্চায়েত সদস্যের পাশাপাশি বিজেপির স্থানীয় কয়েকজন নেতা ও কর্মীও এদিন দলবদল করেন।
পূর্ব মেদিনীপুরের এই পঞ্চায়েতের আসন সংখ্যা ২১টি। এর মধ্যে বিজেপির দখলে ছিল ১১টি আসন। তৃণমূলের ছিল ১০টি। বিজেপির দুইজন তৃণমূলে যোগদান করায় সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্যদের দাবি, পদ্ম প্রতীকে জয় লাভ করার পর উন্নয়ন না হচ্ছিল না। ফলে তাঁদের এলাকা পিছিয়ে পড়ছিল। দলের মধ্যেও গোষ্ঠী কোন্দল বাড়ছে। তাই তাঁরা শাসক শিবিরে যোগদান করলেন। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।