গোবিন্দ রায়: সুপ্রিম নির্দেশের পরই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে সরে গিয়েছিল প্রাথমিকের দু’টি মামলা। মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলা দু’টির শুনানি চলবে অন্য় বিচারপতির বেঞ্চে। মামলা দু’টির দায়িত্ব পেলেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর বেঞ্চেই চলবে প্রাথমিকের সৌমেন নন্দী ও রমেশ মালিকের দু’টি মামলা।
সম্প্রতি শহিদ মিনারে একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, মদন মিত্র, কুণাল ঘোষদের দিয়ে জোর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেকের নাম বলানোর চেষ্টা করছেন। এরপর নিয়োগ সংক্রান্ত মামলায় ধৃত কুন্তল ঘোষের গলাতেও শোনা যায় একই কথা। তিনি দাবি করেন, অভিষেকের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে তাঁকে। চিঠির মাধ্যমে অভিযোগও জানান কুন্তল।
[আরও পড়ুন: বকেয়া DA-র দাবিতে মিছিলের অনুমতি দিল হাই কোর্ট, কড়া প্রশ্নের মুখে রাজ্য]
সেই সংক্রান্ত মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি, সিবিআইকে জেরা করতে পারে বলেই জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। ওই মামলায় সওয়াল করেন অভিষেক মনু সিংভি। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশ অনুযায়ী ওই মামলা থেকে সরানো হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে।
জানা গিয়েছে, এবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম সৌমেন নন্দী ও অন্যরা, মামলাটি শুনানি হবে বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে। পাশাপাশি একই বিচারপতির বেঞ্চে শুনানি হবে কুন্তল ঘোষ বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলা। সুপ্রিম নির্দেশ হাতে পাওয়ার পর হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি। এরপরই মঙ্গলবার এই নির্দেশ দিলেন বিচারপতি।