সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গতির বলি দুই যুবক। বন্ধুদের সঙ্গে বড় কাছারির মন্দির দর্শন করে ফেরার পখে ভোররাতে মৃত্য়ু হল ২ তরুণের। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর (Bishnupur) থানা এলাকায় দ্রুত গতিতে গাছে ধাক্কা মারে বাইকটি। সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
শুভজিৎ মণ্ডল ও সৌম্যজিৎ মিশ্র-বন্ধুদের সঙ্গে বড় কাছারির মন্দির দর্শনে গিয়েছিলেন। সেখান থেকে বাইকে চড়ে দল বেঁধে ফিরছিলেন তাঁরা। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ বিষ্ণুপুর থানার অন্তর্গত বিবিরহাটের কাছে দ্রুত গতিতে একটি গাছে ধাক্কা মারে শুভজিতের বাইক। সেই বাইকেই ছিলেন একাদশ শ্রেণির ছাত্র সৌম্যজিৎ (১৮)-ও। গাছে ধাক্কা মেরে বেশকিছুটা দূরে ছিটকে পড়েন দুজন।
[আরও পড়ুন: ভোরের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকানের ভিতর ঝলসে মৃত ২]
বাকি বন্ধুরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সৌম্যজিৎকে সরশুনার বিদ্যাসাগর হাসপাতালে ভরতি করা হয়। শুভজিৎকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, আলো কম থাকায় বাইকটি গাছে ধাক্কা মেরেছিল বলে জানা গিয়েছে।