shono
Advertisement

দিল্লি বিমানবন্দরের একই রানওয়েতে জোড়া বিমান! অল্পের জন্য বিপদ থেকে রক্ষা

এটিসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
Posted: 04:13 PM Aug 23, 2023Updated: 04:13 PM Aug 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি বিমানকে একই রানওয়ে ব্যবহারের অনুমতি দিল এয়ার ট্রাফিক কন্ট্রোল। সেই নির্দেশ মেনে টেক অফের প্রক্রিয়া শুরু করল একটি বিমান। একই রানওয়ে ধরে পার্কিং বে-র দিকে যাচ্ছিল অন্য বিমানটি। ফলে দুই বিমানের সংঘর্ষ একেবারে অবধারিত। তবে শেষ মুহূর্তে এক পাইলটের সতর্কতায় এড়ানো গেল প্রাণঘাতী সংঘর্ষ। দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) এই ঘটনায় প্রশ্ন উঠেছে এটিসি ব্যবস্থা নিয়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, আহমেদাবাদ (Ahmedabad)-দিল্লির বিমানকে ল্যান্ডিংয়ের পর পার্কিং করার নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন ২৯এল রানওয়ে ধরেই পার্কিং বে-র দিকে এগোচ্ছিল বিমানটি। কথা ছিল, ২৯আর রানওয়ে পেরিয়ে পার্কিংয়ের দিকে যাবে। অথচ ২৯আর রানওয়ে ধরেই টেক অফ করার নির্দেশ দেওয়া হয় দিল্লি-বাগডোগরা (Bagdogra) বিমানকে। ফলে দ্রুতগতিতে ছুটে আসা দুই বিমানের সংঘর্ষ একেবারে নিশ্চিত হয়ে পড়ে।

[আরও পড়ুন: একাদশ-দ্বাদশে বোর্ড পরীক্ষা বছরে দু’বার, পাঠক্রমে দু’টি ভাষা, বড় ঘোষণা কেন্দ্রের]

একেবারে শেষ মুহূর্তে রানওয়ে পেরনোর আগেই আহমেদাবাদ-দিল্লি বিমানের পাইলট দেখতে পান, টেক অফের প্রস্তুতি নিচ্ছে দিল্লি-বাগডোগরার বিমানটি। সঙ্গে সঙ্গেই এটিসি আধিকারিকদের জানান বিষয়টি। বিমানের টেক অফ সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পার্কিং বে পর্যন্ত চলে যাওয়ার পরে উড়ানের অনুমতি দেওয়া হয় বাগডোগরার বিমানটিকে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীবাহী বিমান।

দিল্লি বিমানবন্দরের নিয়ম অনুযায়ী, একটি রানওয়েতে ল্যান্ডিং বা টেক অফের সময়ে অন্য কোনও বিমান চলাচল করে না। তা সত্ত্বেও কী করে একই রানওয়েতে দু’টি বিমানকে চলাচলের অনুমতি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। শেষ মূহূর্তে পাইলট যদি খেয়াল না করতেন তাহলে কী পরিণতি হতো, সেই কথা ভেবেই শিউরে উঠছেন বিমানের যাত্রীরা। 

[আরও পড়ুন: সীমা হায়দারের ছায়া বাংলায়, স্বামী-সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে ‘উধাও’ গৃহবধূ! তারপর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement