বাবুল হক, মালদহ: মাত্র তিন সপ্তাহ আগে পেটের দায়ে যোগী রাজ্যে (Uttar Pradesh) গিয়েছিলেন মালদহের (Maldah) কয়েকজন শ্রমিক। ভেবেছিলেন রোজগার বাড়লে সংসারের হাল ফিরবে। কিন্তু ভিনরাজ্যে যাওয়াই কাল হল। দুর্ঘটনায় মৃত্যু হল ২ শ্রমিকের। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকদের নাম আমিরুল মোমিন (৪০) এবং এবাদুল মোমিন (৩০)। বাড়ি কালিয়াচকের আলিপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শেরশাহি গ্রামে। সপ্তাহ তিনেক আগে ওই দুই যুবক-সহ এলাকার মোট ১২ জন শ্রমিক মন্দির নির্মাণের কাজ করতে পাড়ি দিয়েছিলেন উত্তরপ্রদেশের বেনারস জেলার বাসাসামিত এলাকায়। সেখানে তৈরি হচ্ছে বিশ্ব কাশি মন্দির। নির্মাণ শ্রমিক (Migrant Labour) হিসাবে তাঁরা কাজ করছিলেন। অন্যান্যদিনের মতোই সোমবার মন্দির নির্মাণের কাজ করে রাতে তাঁরা কিছুটা দূরে তাঁদের বাড়িতে যান। খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোররাতে হঠাৎই সেই বাড়ি ভেঙে পড়ে। দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিরুল ও এবাদুলের।
[আরও পড়ুন: ঝাড়ফুঁকের জেরে অসুুস্থ অনেকেই! মালদহে ডাইনি অপবাদে ৩ জনকে কোপাল স্থানীয়রা]
মঙ্গলবার সকালে ওই দুই যুবকের মৃত্যুর খবর এসে পৌঁছয় মালদহে। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েন দুই পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ প্রতিবেশীরাও। পুলিশ জানিয়েছে, ওই দুর্ঘটনায় আহতদের কাশির কবিচূঁড়া হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতরা কলিমুদ্দিন মোমিন, আরিফ মোমিন, ইমরান মোমিন, সায়েদ আখতার, আরিফ মোমিন (ছোট), হাকিম মোমিন। এঁদের প্রত্যেকের বাড়ি শেরশাহি এলাকায়। মঙ্গলবার সন্ধেয় মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের লোকদের সমবেদনা জানান রাজ্যসভার সাংসদ মৌসম নূর।