shono
Advertisement

স্কুলে যাওয়ার আগে পুকুরে স্নানে নামাই কাল! মৃত্যু ক্যানিংয়ের দুই নাবালিকার

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
Posted: 02:16 PM Apr 18, 2022Updated: 02:16 PM Apr 18, 2022

দেবব্রত মণ্ডল, বারুইপুর: স্কুলে যাবে বলে স্নান করতে গিয়েছিল পুকুরে। সেখানেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তলিয়ে মৃত্যু হল দুই নাবালিকা ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থানার তালদির রাজাপুর এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

জানা গিয়েছে, ওই দুই ছাত্রীর নাম পিয়ালি নাইয়া ও ইশা বৈদ্য। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি রাজাপুর এলাকার বাসিন্দা ছিল তারা। করোনা আতঙ্ক কাটতেই ফের শুরু হয়েছে অফলাইন ক্লাস। নিয়মিত স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। সোমবার সকালে স্কুলে যাওয়ার আগে এলাকারই পুকুরে স্নান করতে গিয়েছিল দুই নাবালিকা। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি তাঁরা।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সম্মানহানির অভিযোগ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR তৃণমূল নেতার]

এদিকে এলাকার কয়েকজন ওই নাবালিকাদের তলিয়ে যেতে দেখে। তড়িঘড়ি তাঁদের তৎপরতায় উদ্ধার করা হয় দুই ছাত্রীকে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা দুই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুই নাবালিকার এই মর্মান্তিক পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

[আরও পড়ুন: বীরভূমের কীর্ণাহারে উদ্ধার বিধবার রক্তাক্ত দেহ, যৌন সঙ্গমের পর খুন! সন্দেহ পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement