shono
Advertisement
Bankura

বৃষ্টি মাথায় সবজি তুলতে যাওয়াই কাল, বজ্রপাতে মৃত্যু বাঁকুড়ার দম্পতির

কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
Published By: Tiyasha SarkarPosted: 09:25 AM May 31, 2024Updated: 05:49 PM May 31, 2024

টিটুন মল্লিক, বাঁকুড়া: রাতভর বৃষ্টি চলেছে জেলায় জেলায়। শুক্রবার সকালেও পরিস্থিতি একই। প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলা। বৃষ্টি মাথায় নিয়ে জমিতে সবজি তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দম্পতির। ঘটনাস্থল বাঁকুড়ার বড়জোরার ঘুটঘুড়িয়া। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, মৃত দম্পতির নাম নীরোদ সাঁতরা ও রানি সাঁতরা। বাঁকুড়ার (Bankura) বড়জোরার ঘুটঘুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামের বাসিন্দা তাঁরা। বাংলার অন্যান্য জেলার মতোই বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি চলছে বাঁকুড়াতেও। শুক্রবার সকালেও মুষলধারে চলছে বৃষ্টি। এরই মাঝে সাঁতরা দম্পতি সকালে বাড়ি থেকে বেরিয়ে জমিতে যান। ভেবেছিলেন ভেন্ডি তুলেই ফিরে আসবেন। কিন্তু বেরনোই হল কাল। সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় দম্পতির। বৃষ্টি থামার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

[আরও পড়ুন: খুনের পর বাংলাদেশের সাংসদের হোয়াটসঅ্যাপও ব্যবহার করেছিল অভিযুক্ত সিয়াম!]

মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। তিনি দুঃখপ্রকাশ করেছেন। বলেছেন, "ঘটনাটি খুবই মর্মান্তিক। দিন দিন বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে এই বাঁকুড়ায়। আমাদেরকে আরও সতর্ক হতে হবে।"

[আরও পড়ুন: ‘ওয়াটার থিওরি’তে বাংলাদেশের সাংসদের হত্যাকাণ্ড! ঢাকা ফিরে জানালেন গোয়েন্দা প্রধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাতভর বৃষ্টি চলেছে জেলায় জেলায়। শুক্রবার সকালেও পরিস্থিতি একই। প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলা।
  • বৃষ্টি মাথায় নিয়ে জমিতে সবজি তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দম্পতির।
  • ঘটনাস্থল বাঁকুড়ার বড়জোরার ঘুটঘুড়িয়া। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
Advertisement