সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদ হতেই সোশাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি পোস্ট প্রাক্তন প্রেমিকের! অপমানে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের চারঘাট এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
জানা গিয়েছে, স্বরূপনগরের চারঘাট এলাকার গড়পাড়া এলাকার বাসিন্দা ওই দশম শ্রেণির ছাত্রী। অন্যান্যদিনের মতোই বুধবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়ে সে। বৃহস্পতিবার বেলা গড়িয়ে গেলেও ওঠেনি। তাতেই সন্দেহ হয় সকলের। ডাকাডাকি করলেও নাবালিকার সাড়া মেলেনি। পরবর্তীতে ঘর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। খবর দেওয়া হয় থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত?
মৃতার পরিবারের সদস্যদের দাবি, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই নাবালিকার। কিন্তু কোনও কারণে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অভিযোগ, বিচ্ছেদের পরই নাবালিকাকে ব্ল্যাকমেল করতে শুরু করে যুবক। এক পর্যায়ে সোশাল মিডিয়ায় নিজেদের ঘনিষ্ঠ ছবি নাকি পোস্ট করে নাবালিকার প্রাক্তন প্রেমিক। তাতেই মানসিকভাবে ভেঙে পড়ে ছাত্রী। পরিবারের অনুমান, অপমানে আত্মঘাতী হয়েছে নাবালিকা। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, এই সংক্রান্ত কোনও সোশাল মিডিয়া পোস্ট এখনও মেলেনি। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।