অতুলচন্দ্র নাগ, ডোমকল: ক্রিকেট বল ভেবে হাতে তুলে নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণ। বোমাপ ঘায়ে গুরুতর জখম দুই বালক। জখমদের নাম সায়ন মণ্ডল (৮) ও শাহরুখ শেখ (১১) । বুধবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের কুশাবাড়িয়া মোড়ের কাছে একটি বেসরকারি নার্সারি বিদ্যালয়ের পিছনের মাঠে। জখমদের বাড়ি কুশাবাড়িয়ায়। ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বুধবার বিকেলে ওই নার্সারি বিদ্যালয়ের পাশেই বালকেরা ক্রিকেট খেলছিল। সেই সময় ক্রিকেটের বল জঙ্গলের মধ্যে চলে যায় দুই বালক। ঝোপের মধ্যে বল খুঁজতে যায় তারা। তখন দুজনে দুটো সুতলি বোমা দেখতে পায়। তা হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় বিকট শব্দে ফেটে যায়। ওই দুই বালক জখম হয়। শব্দ শুনে অন্যান্য বন্ধুরা পালিয়ে যায়। চিৎকার করে লোক ডাকতে থাকে। বালকদের চিৎকার ও বোমা ফাটার বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা দৌড়ে আসেন।
[আরও পড়ুন: একই দিনে বর্ধমান স্টেশনে জোড়া অঘটন, জলের ট্যাঙ্ক দুর্ঘটনার পর অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট ২]
স্থানীয় এক যুবক জানান, “বালকদের অবস্থা আশঙ্কাজনক থাকায় দ্রুত তাদের উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।” খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করে।
কে বা কারা ঝোপের মধ্যে বোমা রেখে গেল তা নিয়ে আতঙ্কিত স্থানীয় মানুষ। তাঁরা জানান, ঝোপের মধ্যে আরও বোমা আছে কিনা তা তদন্ত করে দেখা দরকার। পাশাপাশি এভাবে বোমা রাখার পিছনে কারা রয়েছে তাও খুঁজে দেখা প্রয়োজন বলেই মনে করছেন স্থানীয়রা।