সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিনদিন ধরে কাশ্মীরে অন্তত দুই জঙ্গি নিকেশ হয়েছে। প্রান হারিয়েছেন এক সেনা। ডগ স্কোয়াডের একটি কুকুরেরও মৃত্যু হয়েছে। জঙ্গি দমন অভিযান চালাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও চার জওয়ান। কাশ্মীরের (Kashmir) অনন্তনাগে গত তিনদিন ধরে জঙ্গিদমন অভিযান চালাচ্ছে যৌথ নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কাশ্মীর পুলিশের ডিজিপি, স্থানীয় ডিআইজি-সহ সেনার একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
বুধবার বিকেলে রাজৌরির ডিআইজি হাসিব মুঘল জানান, “গত তিনদিন ধরে জঙ্গি দমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা (Indian Army), কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। সেখানে দুই জঙ্গিকে খতম করা হয়েছে। শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও চার জওয়ান। রাজৌরির এই দুর্গম এলাকায় অভিযান চালানো খুবই কঠিন। তা সত্ত্বেও আমাদের নিরাপত্তারক্ষী বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।”
[আরও পড়ুন: মিডিয়া ট্রায়াল রুখতে কড়া সুপ্রিম কোর্ট, ৩ মাসের মধ্যে নির্দেশিকা তৈরির নির্দেশ কেন্দ্রকে]
এহেন পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় সেনার নর্দার্ন আর্মি কমান্ডার উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, “কাশ্মীরের উপত্যকা এলাকায় শান্তি নষ্ট করতে চাইছে পাকিস্তান। সেই জন্যই সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে সন্ত্রাসবাদীদের পাঠাচ্ছে তারা। বর্তমানে প্রতি বছর ২.২৫ কোটি পর্যটক আসছেন কাশ্মীরে। সেই সময়েই শান্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। তবে ওদের এই পরিকল্পনা আমরা সফল হতে দেব না।”
অন্যদিকে, জঙ্গিদমন অভিযান চলাকালীন মৃত্যু হয়েছে ভারতীয় সেনার ডগ স্কোয়াডের ল্যাব্রাডর কেন্টের। মেয়ে কুকুর কেন্টের বয়স হয়েছিল ৬ বছর। ২১ নম্বর আর্মি ডগ ইউনিটের সদস্য ছিল সারমেয়টি। ঘটনার দিন পলাতক জঙ্গিদের সন্ধানে একদল সেনার সঙ্গী হয়েছিল রাজৌরি এলাকায়। দু’পক্ষের গুলির লড়াই শুরু হলে সঙ্গী জওয়ানকে বাঁচাতে ছুটে যায় সে। তখনই জঙ্গিদের ছোড়া বুলেটে এফোঁড় ওফোঁড় হয়ে যায় কেন্ট। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।