সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বাড়ির বারান্দায় দুই বোনকে কুপিয়ে খুন! সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কী কারণে এই হত্যাকাণ্ড? নেপথ্যে পুরনো শত্রুতা নাকি অন্য কিছু? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতদের নাম বাসন্তী প্রামাণিক ও বিশা প্রামাণিক। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ঢোলাহাট থানার গুরুদাসপুর এলাকার বাসিন্দা ওই দুই মহিলা। পরিবারের সদস্য বলতে ওই দুজনই। আর কেউ নেই তাঁদের। প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, ওই দুই বোনের এক জামাইবাবু আছেন। তিনি মাঝে মধ্যে এসে খোঁজ খবর নিয়ে যেতেন। শুক্রবার সকালে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা দুই বোনের খোঁজ নিতে তাঁদের বাড়িতে যান। তখনই চোখে পড়ে ভয়ংকর দৃশ্য। দেখা যায়, বারান্দায় পড়ে দুই বোনের দেহ। দেহ কুপিয়ে টুকরো করে দেওয়া হয়েছে বলে খবর। রক্তে ভেসে যাচ্ছিল বারান্দা।
[আরও পড়ুন: ‘ইডির বাজেয়াপ্ত করা টাকা গরিবদের দিতে চাই’, ভোটের মধ্যেই ‘কল্পতরু’ মোদি]
তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় থানায়। পুলিশ গিয়ে দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিন্তু কী কারণে এই নারকীয় কাণ্ড, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে, খুনের মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। আততায়ীর খোঁজে চলছে তল্লাশি। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে লোহার রড ও কিছু জিনিসপত্র। খুনের সঙ্গে কোনও জমি-জায়গা সংক্রান্ত কোনও পারিবারিক বিবাদের যোগ ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। দুই বোনের সম্পর্কে খোঁজখবর নিতে পুলিশ মৃতাদের ভাইপো এবং অন্যান্য আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, মৃতারা পাঁচ বোন ও তিন ভাই। তিন ভাইয়ের মৃত্যু হয়েছে আগেই। তিন বোন বিবাহিত। অবিবাহিত দুই বোন মিলেই বাড়িতে থাকতেন। অনেক বিষয় সম্পত্তি রয়েছে তাঁদের।