সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের চোখের আড়ালে বাবার ঘরে ঢুকে পড়েছিল দু’বছরের শিশু। ড্রয়ার খুলে বাবার বন্দুক হাতে তুলে নিয়েছিল। এরপর খেলাচ্ছলে ওই বন্দুক দিয়ে গুলি করে অন্তঃসত্ত্বা মাকে। গুরুতর জখম তরুণী কোনওরকমে আপৎকালীন নম্বরে ফোন করেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। যদিও সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। ভয়ংকর এই কাণ্ড ঘটেছে আমেরিকায় (America)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত ১৬ জুন। মৃতা তরুণী আট মাসের অন্তঃসত্ত্বা বছর ৩১-এর লরা ইলগ। তিনি ওহিও-র বাসিন্দা। ঘটনার সময় লরার স্বামী বাড়ি ছিলেন না। মায়ের চোখের আড়ালে দুই বছরের ছেলে বাবার ঘরে ঢুকে পড়ে। ড্রয়ার খুলে বের করে গুলি ভরতি বন্দুক। বিপজ্জনক ভাবে তা নিয়ে খেলতে খেলতে মায়ের পিঠে গুলি করে দেয়। গুরুতর জখম লরা আপৎকালীন নম্বর ৯১১-এ ফোন করেন। স্বামীকেও ফোন করে ঘটনার কথা জানান। স্বামীও ৯১১-এ ফোন করে উদ্ধারকারীদের সাহায্য চান।
[আরও পড়ুন: একসময়ের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি লালচকে এবার তৈরি হবে ‘বলিদান স্তম্ভ’, ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের]
তারা ঘটনাস্থলে এসে দেখেন, রক্তাক্ত প্রায় অচৈতন্য লরা মাটিতে পড়ে আছেন। সেই ঘরেই রয়েছে ‘ঘাতক’ দু’বছরের শিশুটি। লরাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়। বাজেয়াপ্ত করা হয় বন্দুকটি। দুর্ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়েছেন লরা। যদিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ জানিয়েছে, ওই হ্যান্ডগানের ম্যাগাজিনে ১২ রাউন্ড গুলি ছিল। শিশু পিছন থেকে গুলি করায় তাকে আটকাতে পারেননি মা। এই ঘটনায় কারও বিরুদ্ধে মামলা করেনি পুলিশ। তবে তদন্ত চলছে।
[আরও পড়ুন: ‘টুকরে টুকরে গ্যাং প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে’, বিরোধীদের বৈঠককে খোঁচা গিরিরাজের]
আমেরিকার নাগরিকদের ঢালাও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বছরভর বন্দুকবাজের হামলার কারণ হিসেবেও একে দায়ী করা হয়। জনতা এবং রাজনীতিকদের একাংশ এই আইনের বিরোধী।যদিও এখনও পর্যন্ত অস্ত্রআইনে সংশোধন আনেনি প্রশাসন। তারই ফল এমন ঘটনা।